TRENDS
Advertisement

দিন ফুরোল মারুতি সুজুকির! শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 3টি নতুন SUV

আর মাত্র কয়েকটা দিন পরই লঞ্চ হচ্ছে নতুন এবং শক্তিশালী SUV, পকেটের ওপর চাপ না ফেলেই কিনে নিন এই তিন গাড়ি

Published By: Ritwik | Published On:

শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 4 নতুন SUV। দাম এবং ফিচারস টেক্কা দিতে পারে মারুতি সুজুকিকেও। একটি ইলেকট্রিক গাড়ি সহ 4 গাড়ি সম্পর্কে দেখে নেওয়া যাক চলুন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tata Punch EV

দিন ফুরোল মারুতি সুজুকির! শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 3টি নতুন SUV
Tata Punch

Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই হতে চলেছে। 10 লক্ষ টাকার কম দামের সাথে অল ইলেকট্রিক পাওয়ারট্রেনে জেনারেল 2 সিগমা আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হবে গাড়িটি। নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV।

Mahindra XUV300 ফেসলিফট দিন ফুরোল মারুতি সুজুকির! শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 3টি নতুন SUV
Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে।

Toyota Taisor দিন ফুরোল মারুতি সুজুকির! শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 3টি নতুন SUV
আগামী বছরের প্রথমার্ধে Taisor গাড়িটি আনবে Toyota। Maruti Suzuki Fronx-এর ব্যাজ-ইঞ্জিনীয়ার সংস্করণ হবে নতুন Toyota গাড়িটি। Fronx এর মতই 1.2L K12C পেট্রোল এবং 1.0L বুস্টারজেট টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। সিএনজি ইঞ্জিনের সাথেও গাড়িটির নয়া ভার্সন লঞ্চ করবে Toyota। তবে গাড়িটির বাম্পার, ফ্রন্ট গ্রিল এবং অ্যালয় হুইলে ছোটখাটো ডিজাইন পরিবর্তন করা হবে।

KIA Sonet Facelift দিন ফুরোল মারুতি সুজুকির! শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 3টি নতুন SUV
শীঘ্রই ফেসলিফ্ট মডেলের আকারে লঞ্চ হতে চলেছে নতুন KIA Sonet। গাড়িটি আগামী বছরের শুরুতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আপডেটেড মডেলটিতে বাহ্যিক ডিজাইনে ছোটখাটো পরিবর্তন সহ অভ্যন্তরীণ কিছু আপডেট ফিচার পাওয়া যাবে। এই সাব-4 মিটার SUV তে যান্ত্রিক পরিবর্তন হবে না অবশ্য।

About Author