TRENDS
Advertisement

Bike News: বাজার কাঁপাতে আসছে এই 6টি 400 থেকে 450 সিসির বাইক, আপনার পছন্দের কোনটি?

শীঘ্রই আসছে নতুন 6টি 450 সিসি বাইক, দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

ভারত আজ বিশ্বের সর্ববৃহৎ দুই চাকার বাজার হয়ে ওঠেছে। স্বাভাবিক ভাবেই বিশ্বের তাবৎ কোম্পানি এই বাজারের অংশ পেতে মরিয়া। বিভিন্ন কোম্পানি হয় নিজেই, নাহলে ভারতীয় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বাইক লঞ্চ করছে। 2024 সালে একগুচ্ছ বাইক আসছে। কিন্তু সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে চলেছে 400 থেকে 450 সিসি সেগমেন্টে। আসন্ন বাইকগুলো সম্পর্কে দেখে নিন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Hero 440 CC BikeBike News: বাজার কাঁপাতে আসছে এই 6টি 400 থেকে 450 সিসির বাইক, আপনার পছন্দের কোনটি?
Hero এবং হার্লে-ডেভিডসনের সহযোগিতায় বাজারে এসেছে নতুন X440। এবার Hero তাদের 440 সিসির নতুন বাইক লঞ্চ করবে বাজারে। লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে যে, এটি একটি Nacked Street Fighter হতে চলেছে। 420 cc সিঙ্গেল-সিলিন্ডার এয়ার- এবং ওয়েল-কুলড ইঞ্জিন থাকবে। আগামী বছরের শুরুর দিকে বাইকটি বাজারে আসতে পারে।

2) Triumph Thruxton 400

Bike News: বাজার কাঁপাতে আসছে এই 6টি 400 থেকে 450 সিসির বাইক, আপনার পছন্দের কোনটি?
Source: gaadiwaadi.com

Bajaj/Triumph প্রতি বছর একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে। বর্তমানে Speed 400 এবং Scrambler 400X বিক্রি করছে দুই কোম্পানি। কিন্তু এরইমধ্যে সামনে আসে Thruxton 400-এর স্পাই শট। 400 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর মত একই ফিচারস রয়েছে সেখানে। উল্লেখ্য, বাইকে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন থাকবে যা মোট 40PS শক্তি উৎপন্ন করতে সক্ষম।

3) New-Gen Husqvarna Svartpilen 401 & Vitpilen 401Bike News: বাজার কাঁপাতে আসছে এই 6টি 400 থেকে 450 সিসির বাইক, আপনার পছন্দের কোনটি?
সাম্প্রতিক বছরগুলিতে Husqvarna নতুন পণ্য লঞ্চ করেনি। স্বাভাবিক ভাবেই তাদের বিক্রিও তাই তলানিতে। কিন্তু এবার খবর আসছে যে, KTM এর উইংয়ের অধীনে সুইডিশ ব্র্যান্ডটি সম্প্রতি 250 ডিউকের উপর ভিত্তি করে নতুন-জেন Vitpilen 250 পরীক্ষা চালাচ্ছে। একটা 390 Duke-এর উপর ভিত্তি করে নতুন Svartpilen 401 বাইকের পরীক্ষা চালাতেও দেখান গিয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরই বাইক দুটি আসতে পারে ভারতের বাজারে।

4) Royal Enfield Hunter 450 Bike News: বাজার কাঁপাতে আসছে এই 6টি 400 থেকে 450 সিসির বাইক, আপনার পছন্দের কোনটি?

ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.69 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield।

5) Bajaj Pulsar NS 400 Bike News: বাজার কাঁপাতে আসছে এই 6টি 400 থেকে 450 সিসির বাইক, আপনার পছন্দের কোনটি?
Bajaj তাদের Pulsar সিরিজের সবচেয়ে শক্তিশালী বাইক লঞ্চ করতে চলেছে। 2024 সালের দ্বীতিয় ত্রৈমাসিকে বাজারে আসবে Pulsar NS 400। NS সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ন্যাকেড স্ট্রিট ফাইটারটি। বাইকে 373 সিসি লিকুইড কুল ইঞ্জিন রয়েছে। নতুন বাইক বাজারে টেক্কা দেবে Kawasaki 400, KTM 390 Duke ইত্যাদি বাইকের সাথে।

About Author