নিত্যদিনের যাতায়াতের জন্য স্কুটার একটি দারুণ বিকল্প। এলাকায় কাছেপিঠে যাওয়ার জন্যই হোক অথবা দূর কোথাও, স্কুটার খুবই স্বাচ্ছন্দ্য এক অপশন। আর তাই ভারতের বাজারে স্কুটারের বিক্রিও দারুণ। লেটেস্ট ডেটা রিপোর্ট অনুযায়ী গত অক্টোবর মাসে মোট 18,95,799টি স্কুটার বিক্রি হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা 5টি বেস্ট সেলিং স্কুটার কোনগুলো।
Honda Activa
বাজারের বেস্ট সেলিং স্কুটার Activa। 110 সিসি এবং 125 সিসি এই দুই ইঞ্জিনের সাথে বাজারে উপলব্ধ Activa। গত মাসে 2,18,856টি Activa বিক্রি হয়েছে। উল্লেখ্য যে, স্কুটারের দাম 76 হাজার থেকে 82 হাজার টাকা।
TVS Jupiter
Honda এর পরেই বাজারে দ্বিতীয় সর্বোচ্চ স্কুটার বিক্রি করেছে TVS। গত মাসে মোট 91,824 ইউনিট Jupiter বিক্রি হয়েছে। 65 কিমি মাইলেজ সহ স্কুটারটির দাম রয়েছে 76 থেকে 91 হাজার টাকা।
Suzuki Access
Honda এবং TVS, এই দুই স্কুটারের পরই বাজারে সর্বোচ্চ বিক্রিত স্কুটার Suzuki Access। গত মাসে 56,909টি Suzuki এর স্কুটার বিক্রি হয়েছে। 125 সিসি স্কুটারটির দাম রয়েছে 82,201 টাকা থেকে 92,301 টাকা।
TVS Ntorq
Ntorq স্কুটারটি অল্প সময়েই দারুণ বিক্রি হচ্ছে। তরুণ তরুণীদের কাছে দারুণ সাড়া ফেলেছে TVS Ntorq। স্টাইলিশ এই স্কুটারটির গত মাসে বিক্রি মোট 34,476 ইউনিট। 125 সিসির ইঞ্জিন রয়েছে সেখানে। স্কুটারটির দাম রয়েছে 87,133 টাকা থেকে 1.08 লাখ টাকা।
Honda Dio
বেস্ট সেলিং স্কুটারের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে Honda Dio। নতুন রূপে 125 সিসি ভার্সনে স্কুটারটি লঞ্চ করেছে Honda। 74,234 টাকা থেকে 81,735 টাকা দামের স্কুটারটি মোট 32,385 ইউনিট বিক্রি হয়েছে।