স্পোর্টস বাইকের বিক্রি দারুণ হচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 150 থেকে 200 সিসি সেগমেন্টের বাইকের বিক্রিই সবচেয়ে বেশি। আপনিও যদি স্পোর্টস বাইক কিনতে চান তাহলে কোনটা নেবেন ভেবে না পেলে দেখে নিন সেরা পাঁচটি বাইক কোনগুলো।
Suzuki Gixxer SF
দাম: 1.36 লাখ
Suzuki এর Gixxer বাইকটির দাম শুরু হচ্ছে মাত্র 1.36 লক্ষ টাকা। 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সর্বোচ্চ 13.4 hp শক্তি এবং 13.8 Nm টর্ক তৈরি করতে সক্ষম।
Hero Xtreme 200S 4V
দাম: 1.43 লাখ
Gixxer এর চেয়ে সামান্যই দামী Xtreme 200S। Hero বাইকটিতে 199 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 18.9 hp শক্তি এবং 17.35 Nm টর্ক উৎপন্ন করে।
Yamaha R15
দাম: 1.66 লাখ
স্পোর্টস বাইকের বাজারে খুবই জনপ্রিয় Yamaha R15। বাইকটির দাম যেমন কম তেমনই শক্তিশালী এটি। R15 বাইকে রয়েছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড SOHC ইঞ্জিন। 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত ইঞ্জিনটি।
Bajaj Pulsar RS 200
দাম: 1.72 লাখ
200 সিসির বাইকের কথা হচ্ছে আর Pulsar থাকবে না তাই হয় নাকি। নতুন Pulsar RS 200 বাইকে রয়েছে 199.5 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 24.2 hp শক্তি এবং 18.7 Nm টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটির টপ স্পিড 140.8 kmph।
KTM RC 125
দাম: 1.89 লাখ
KTM এর একটি বাইক রয়েছে এই সেগমেন্টে। মাত্র 1.89 লাখেই নিয়ে যেতে পারেন নতুন KTM। 124 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 14.34 hp শক্তি এবং 12 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। RC 125 এর সর্বোচ্চ গতি থাকবে 120 kmph।