TRENDS
Advertisement

শোরুম নয় এবার বাড়ি বসে বসেই গাড়ি অর্ডার করুন, দারুণ সুবিধা নিয়ে এল Amazon

নতুন গাড়ি কেনার আগে অনেকই অনলাইনে ভালো করে সার্চ করেন। কিন্তু অনেকবার এমন হয় যে, যে গাড়িটি আপনার পছন্দ হলো সেই গাড়ির কোনো শোরুম নেই আপনার এলাকায়। তাহলে কি করবেন…

Published By: Ritwik | Published On:

নতুন গাড়ি কেনার আগে অনেকই অনলাইনে ভালো করে সার্চ করেন। কিন্তু অনেকবার এমন হয় যে, যে গাড়িটি আপনার পছন্দ হলো সেই গাড়ির কোনো শোরুম নেই আপনার এলাকায়। তাহলে কি করবেন ভাবছেন তো? এক্ষেত্রে সমস্যার সমাধান করতে চলেছে Hyundai। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি এবার গাড়িও কেনা সম্ভব। kona hyundai

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Amazon থেকে নানান পণ্য কেনা যায়। এবার সেখানে নতুন চার চাকা কেনার সুযোগ থাকছে। কোরিয়ান জায়ান্ট Hyundai এই সুবিধা নিয়ে এসেছে। যদিও ভারতের বুকে এই পরিষেবা শুরু হচ্ছেনা, মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে। আগামী 2024 সাল থেকে এই পরিষেবা শুরু হবে।

মার্কিন রাষ্ট্রে এই প্রথম অনলাইনে গাড়ি কেনার সুবিধা থাকছে। ডিলারশিপ থেকে তো বটেই, সাথে Amazon এও গাড়ি বিক্রি করবে Hyundai। শোরুম সহ অফিসিয়াল ওয়েবসাইটে যতগুলো গাড়ি থাকবে তার সমস্ত ভেরিয়েন্টই অ্যামাজন থেকে কিনতে পারবেন গ্রাহকরা। শোরুম নয় এবার বাড়ি বসে বসেই গাড়ি অর্ডার করুন, দারুণ সুবিধা নিয়ে এল Amazon

অনলাইনে অন্যান্য পণ্যের মতো এবার গাড়ি বিক্রী করবে Hyundai। তবে গাড়ি বিক্রির জন্য অন্যান্য যেসব পদ্ধতি থাকবে তার জন্য আলাদা পদ্ধতি থাকবে অবশ্যই। গাড়ি অবশ্য ডেলিভারি হবে ডিলারের কাছ থেকেই। এছাড়া উল্লেখ্য যে, Amazon এবং Hyundai এর গাড়ির মধ্যে Amazon Alexa AI অ্যাসিস্ট্যান্ট ইনস্টল থাকবে। এখন দেখার ভারতে কবে এই পরিষেবা শুরু হয়।

About Author