Read In
Whatsapp
Bike News

Hero নিয়ে আসছে Splendor এর ইলেকট্রিক ভার্সন, ফুল চার্জে মাইলেজ দেবে 250 কিমি!

বর্তমানে ইলেকট্রিক যানবাহনের রমরমা বেড়েছে। এসেছে নিত্য নতুন গাড়ি, স্কুটার ইত্যাদি। ধীরে ধীরে গ্রাহকদের কাছে বৈদ্যুতিন প্রযুক্তিতে চলা যানবাহনই বেশি উপযুক্ত হয়ে উঠছে। আর এই বৈদ্যুতিক বিপ্লবের সর্বশেষ সংস্করণ বৈদ্যুতিক বাইক। নানান স্টার্টআপ কোম্পানি গড়ে ওঠেছে যারা এই সেক্টরে নতুন বাইক তৈরি করছে। এরইমধ্যে Hero Motocorp নিয়ে আসছে নতুন ইলেকট্রিক বাইক।

Hero Motocorp তাদের নতুন ইলেকট্রিক বাইক নিয়ে আসছে শীঘ্রই। সম্প্রতি কোম্পানি তাদের নয়া Splendor Electric বাইক লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে যে, পুরাতন মডেলের তুলনায় একাধিক নতুন ফিচারস থাকতে চলেছে নতুন মডেলটিতে। এছাড়া খবর আসছে যে, আসন্ন স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকটি একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম হবে।

নতুন Splendor বাইকের টপ স্পীড থাকবে 100 kmph। আর এই গতির ফলে নতুন ইলেকট্রিক বাইকটি বাজারে যে Splendor বিক্রি হচ্ছে তার থেকে ঘণ্টায় 15 কিমি বেশি গতিবেগে ছুটতে সক্ষম। এছাড়া বৈদ্যুতিক বাইকটিতে ভাল মানের ব্রেকিং সিস্টেমের জন্য সামনে ও পিছনের টায়ারে একটি সিঙ্গল ডিস্ক ব্রেকও থাকবে। 115 কেজি ওজন হতে পারে ইলেকট্রিক বাইকের।

এছাড়া বাইকের ডিসপ্লে হিসেবে থাকবে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সেখানে ব্যাটারি স্ট্যাটাস সহ অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্যও দেখা যাবে। বাইকে থাকবে 4.0Kwh লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ একটি 3000W BLDC মোটর। নতুন মোটরটি একবার চার্জে 250 কিলোমিটারের মাইলেজ দেবে। একইসাথে বাইকটি মাত্র 7 সেকেন্ডেই 0 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে সক্ষম। ধারণা করা হচ্ছে এই বাইকের দাম থাকবে 1.50 লক্ষ টাকা থেকে 1.60 লক্ষ টাকা।

Back to top button