TRENDS
Advertisement

32 KMPL মাইলেজ সহ একগুচ্ছ ফিচারস নিয়ে হাজির মারুতি সুজুকির এই গাড়ি, দাম থাকছে সাধ্যের মধ্যেই

Maruti Suzuki তাদের নতুন Wagon R লঞ্চ করেছে বাজারে। নতুন ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে বাজারে গাড়িটি নিয়ে এসেছে Maruti। পারিবারিক গাড়ি হিসেবে অসাধারণ এটি। গাড়িটির মাইলেজও দারুণ। সেগমেন্টের সেরা…

Published By: Ritwik | Published On:

Maruti Suzuki তাদের নতুন Wagon R লঞ্চ করেছে বাজারে। নতুন ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে বাজারে গাড়িটি নিয়ে এসেছে Maruti। পারিবারিক গাড়ি হিসেবে অসাধারণ এটি। গাড়িটির মাইলেজও দারুণ। সেগমেন্টের সেরা ফিচারস পাওয়া যায় খুবই কম দামে। 32 KMPL মাইলেজ সহ একগুচ্ছ ফিচারস নিয়ে হাজির মারুতি সুজুকির এই গাড়ি, দাম থাকছে সাধ্যের মধ্যেই

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ডুয়াল টোন কালার এবং ছয়টি মনোটোন রঙের বিকল্প রয়েছে। 341 লিটারের বড় আকারের বুট স্পেস সহ শক্তিশালী 1-লিটার পেট্রোল ইঞ্জিন মোট 67 PS শক্তি এবং 89 Nm এর পিক টর্ক উৎপন্ন করে। Maruti Wagon R-এ 1.2-লিটার ইঞ্জিন বিকল্পটি 90 PS শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করে। 1.2-লিটার পেট্রোল অটোম্যাটিক ইঞ্জিন 27 kmpl এর মাইলেজ দেয়।

5-স্পীড ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশন সহ Wagon R এর সিএনজি ভার্সন 57 PS শক্তি এবং 82.1 Nm টর্ক উৎপন্ন করে। সিএনজি ভার্সনের অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে মাইলেজ থাকবে 32 কিমির। 32 KMPL মাইলেজ সহ একগুচ্ছ ফিচারস নিয়ে হাজির মারুতি সুজুকির এই গাড়ি, দাম থাকছে সাধ্যের মধ্যেই

সুরক্ষার জন্য Wagon R-এ থাকবে 2টি এয়ারব্যাগ। সেইসাথে লেটেস্ট টেক যেমন, ABS, EBD, ইনফোটেনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, স্টিয়ারিং লক, চাইল্ড সিকিউরিটি লক, রিয়ার পার্কিং সেন্সর, সেন্ট্রাল লকিং, ইঞ্জিন ইমমোবিলাইজারের মতো একাধিক ফিচারস থাকছে।

32 KMPL মাইলেজ সহ একগুচ্ছ ফিচারস নিয়ে হাজির মারুতি সুজুকির এই গাড়ি, দাম থাকছে সাধ্যের মধ্যেই

দাম: গাড়িটির বেস ভ্যারিয়েন্টটির দাম রয়েছে 5.99 লক্ষ টাকা। টপ স্পেকের জন্য 7.42 লক্ষ টাকা খরচ হবে।

About Author