ভারতের বৃহত্তম টু হুইলার নির্মাতার তালিকায় নাম রয়েছে বাজাজ অটোর। নানান পণ্যর মাধ্যমে আজ এর সুবিশাল বাজার গড়ে তোলেছে কোম্পানি। আর আসন্ন সময়ে নিজেদের বাজার পরিসর বাড়ানোর লক্ষ্যে নতুন 5টি টু হুইলার আনছে বাজাজ। চলুন সেগুলো কি কি দেখে নেওয়া যাক।
1) Bajaj Pulsar NS 400: Bajaj তাদের Pulsar সিরিজের সবচেয়ে শক্তিশালী বাইক লঞ্চ করতে চলেছে। 2024 সালের দ্বীতিয় ত্রৈমাসিকে বাজারে আসবে Pulsar NS 400। NS সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ন্যাকেড স্ট্রিট ফাইটারটি। বাইকে 373 সিসি লিকুইড কুল ইঞ্জিন রয়েছে। নতুন বাইক বাজারে টেক্কা দেবে Kawasaki 400, KTM 390 Duke ইত্যাদি বাইকের সাথে। বাইকটি মোট 40 bhp শক্তি এবং 35 Nm টর্ক উৎপন্ন করবে।
2) Bajaj CNG Bike: Bruzer E101 কোডনেমের সাথে Bajaj CNG বাইকটি তৈরি হচ্ছে। এক্ষেত্রে বাজাজের টার্গেট এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্ট। CT100 বা CT110-এর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে টু-হুইলারটি। সিএনজি গাড়ির মতো ডুয়াল ট্যাংক বহন করবেনা বাইকটি। তবে বাজাজ একটি পেট্রোল ট্যাঙ্ক সরবরাহ করবে সেখানে আরোহী নিকটতম সিএনজি স্টেশনে নিয়ে CNG ভর্তি করতে পারে। বেশ কম খরচেই চলতে পারে বাইকটি।
3) Bajaj Pulsar P125:সম্প্রতি স্পাই টেস্টিং থেকে জানা যাচ্ছে যে, বাজাজ তাদের পালসার লাইন-আপে নতুন একটি 125cc বাইক যোগ করবে। এই বাইকটির ডিজাইন অবিকল P সিরিজের বাইকের মতোই। Pulsar 125 এর ইঞ্জিনটি পাওয়ার আউটপুট হতে পারে 11.8 bhp এবং 10.8 Nm।
4) Bajaj Sunny EV : কিংবদন্তি Chetak এর কামব্যাকের পর এবার EV মার্কেটে কামব্যাক করতে চলেছে সানি। সম্প্রতি পুনের আশেপাশে বৈদ্যুতিক স্কুটাটির পরীক্ষা চালাতে দেখা গিয়েছে। সেখানে সানির ডিজাইনের কিছু উপাদান যেমন গোল হেডল্যাম্প, লম্বা ফেন্ডার এবং একটি পাতলা বডিলাইন রয়েছে৷ সানি ইলেকট্রিক একটি হাব-মাউন্টেড মোটরের সাহায্যে চলবে। উল্লেখ্য নতুন ই-স্কুটারটি আগামী বছরের কোনো এক সময় লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।
5. BAJAJ CT150X: বাজাজ বর্তমানে তার কমিউটার বাইকের রেঞ্জ ‘CT’ এর একটি নতুন বাইক নিয়ে কাজ করছে। বর্তমানে CT 110X এবং CT 125X বাইক দুটি বিক্রি হয়, কিন্তু রিপোর্ট জানাচ্ছে CT 125X কে আন্ডারপিন করে অপেক্ষাকৃত শক্তিশালী বাইক নিয়ে আসতে চলেছে বাজাজ। সন্দেহ করা হচ্ছে যে, নতুন বাইকটি CT 150X হতে পারে।