মোটরসাইকেল উত্সাহীদের জন্য রোমাঞ্চকর একটি বাইক লঞ্চ করেছে Honda। ভারতের বাজারে দুর্দান্ত H’ness CB350 সিরিজের বাইক লঞ্চ করেছে তারা। আর নতুন এই মোটরসাইকেলটি কেবল Honda BigWing আউটলেটগুলির মাধ্যমেই বিক্রি হবে বাজারে। প্রিমিয়াম সেগমেন্টে আসা বাইকটির বড় মোকাবিলা শুরু হবে Royal Enfield এর সাথে।
Honda CB350 RS তার স্ক্র্যাম্বলার স্টাইলের জন্য পরিচিত। নতুন মোটরসাইকেলটি H’ness এবং CB350RS-এর মতো একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। সেখানে 350 cc, ওয়ান সিলিন্ডার ইঞ্জিন থাকবে যা 5,500 RPM-এ 21 BHP শক্তি এবং 3,000 RPM-এ 30 Nm পিক টর্ক আউটপুট দিতে সক্ষম। অর্থাৎ বাইকের ইঞ্জিনটি দুর্দান্ত শক্তি এবং মসৃণ কর্মক্ষমতার মিশ্রণের প্রতিশ্রুতির সাথে আসে।
Honda H’ness CB350 চারটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এগুলো হলো DLX, DLX Pro, Chrome এবং Legacy Edition। বাইকের দাম শুরু হচ্ছে 2.10 লাখ থেকে শুরু করে 2.16 লাখ পর্যন্ত। CB350RS দুটি ভেরিয়েন্টে আসে, DLX এবং New Hue Edition। এই বাইকগুলোর দাম 2.15 লক্ষ টাকা থেকে 2.19 লক্ষ টাকার মধ্যে।
CB350RS Hue এডিশনে স্পোর্টস রেড এবং অ্যাথলেটিক ব্লু এই দুটি কালার যুক্ত রয়েছে। বাইকের অ্যালয় হুইল, হেডল্যাম্প এবং হ্যান্ডেলেও রঙের পার্থক্য স্পষ্ট। জিকেবিডি গ্রাফিক্স এবং রঙের পরিবর্তন ছাড়া অন্য কিছু নতুন নেই বাইক দুটিতে। H’ness Legacy Edition লঞ্চ হচ্ছে নতুন পার্ল ব্লু রঙের সাথে।