SUV এর বাজার সর্বদাই পরিবর্তনশীল। এখানে টিকে থাকতে হলে লেটেস্ট ফিচারস, শক্তিশালী লুক এবং পারফরম্যান্স, সবই গুরুত্বপূর্ন। আর এসবের মিশ্রণেই তৈরি হচ্ছে Mahindra এর নতুন XUV 300। খুব শীঘ্রই গাড়িটির ফেসলিফ্ট ভার্সন দেখা যাবে বাজারে। সম্প্রতি XUV 300 Facelift গাড়িটিকে স্পাই টেস্টিংয়েও দেখা গিয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী বছরের শুরুতেই আসতে পারে নতুন XUV 300 Facelift। কোম্পানির তরফে লঞ্চ নিয়ে এখনো অবধি কোনো আপডেট সামনে আসেনি। কিন্তু ইতিমধ্যেই গাড়িটি নিয়ে জোর আলোচনা তৈরি হয়েছে বাজারে। স্পাই টেস্টিংয়ের ছবি থেকে স্পষ্ট যে গাড়ির সামনের হেডলাইট থেকে পিছনের টেললাইট, সমস্ত ক্ষেত্রেই বড় পরিবর্তন আসছে।
সমস্ত কিছু থাকলেও XUV 300 Facelift গাড়িতে ADAS সিস্টেমের অভাব অবশ্য আগ্রহীদের কিছুটা হলেও হতাশ করবে। যদিও বাকি ফিচারসের মাধ্যমে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেবে Mahindra। গাড়িতে নতুন DRL এবং আকর্ষণীয় হেডল্যাম্প গাড়িটির লুক অনেক বেশি স্পোর্টি করে তোলে। এছাড়া গাড়িতে থাকছে আরো উন্নত এবং বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।
নতুন আপডেটে আসছে আরামদায়ক সিট ডিজাইন, নয়া ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ টার্বো ইঞ্জিনের বিকল্প যা SUV-টির আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে৷ বাজারে XUV 300 টেক্কা দেবে Hyundai Venue, Kia Sonet, এবং Tata Nexon-এর মত গাড়ির সাথে। 5-সিটার SUV টির বর্তমানে মডেলের দাম শুরু হচ্ছে 7.99 লক্ষ টাকা থেকে এবং টপ মডেলের দাম পড়বে 14.76 লক্ষ টাকা।
XUV300 গাড়িটি বিভিন্ন ট্রিমে পাওয়া যায় এবং গাড়িগুলো 1197 cc থেকে 1497 cc পর্যন্ত বিভিন্ন ইঞ্জিনের সাথে আসে। গাড়িটির সর্বোচ্চ পাওয়ার আউটপুট 108.62 bhp থেকে 128.73 bhp এর মধ্যে। লেটেস্ট আপডেটে ইঞ্জিনে পরিবর্তন আসবেনা বলেই জানা আসছে। এছাড়া নতুন গাড়িটির দাম শুরু হতে পারে 8 লক্ষ টাকা থেকে।