TRENDS
Advertisement

ভারতের বাজারে নতুন দুই বাইক লঞ্চ করল Kawasaki, দাম এবং স্পেসিফিকেশন অবাক করার মতো

ভারতের বাজারে সদ্যই জাপানিজ ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki) তাদের ট্র্যাক-ফোকাসড ডার্ট বাইক লঞ্চ করেছে। আর এই নতুন দুই বাইকের মাধ্যমে ভারতের বাজারে নিজেদের KX সিরিজ ফিরিয়ে নিয়ে এসেছে সংস্থাটি। KX 85…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে সদ্যই জাপানিজ ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki) তাদের ট্র্যাক-ফোকাসড ডার্ট বাইক লঞ্চ করেছে। আর এই নতুন দুই বাইকের মাধ্যমে ভারতের বাজারে নিজেদের KX সিরিজ ফিরিয়ে নিয়ে এসেছে সংস্থাটি। KX 85 এবং KLX 300R নামে লঞ্চ করেছে বাইক দুটিকে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ভারতের বাজারে নতুন দুই বাইক লঞ্চ করল Kawasaki, দাম এবং স্পেসিফিকেশন অবাক করার মতো

KX 85 এবং KLX 300R বাইক দুটি লঞ্চ হয়েছে 4.20 লক্ষ টাকা এবং 5.60 লক্ষ টাকা দামের সাথে। চলুন তাহলে বাইক দুটি কেমন দেখে নেওয়া যাক।

Kawasaki KX 85 ভারতের বাজারে নতুন দুই বাইক লঞ্চ করল Kawasaki, দাম এবং স্পেসিফিকেশন অবাক করার মতো
নতুন 2024 KX 85 মোটরসাইকেলটিতে একটি 84cc ওয়ান-সিলিন্ডার, লিকুইড-কুলড, 2-স্ট্রোক ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে 6-গতির গিয়ারবক্স। টিউবুলার, সেমি-ডাবল ক্রেডল ফ্রেমের সাথে বাইকটিকে লঞ্চ করেছে কাওয়াসাকি। এখানে উল্লেখ্য যে, ইঞ্জিনের শক্তি নিয়ে কোনো তথ্যই জানায়নি জাপানি বাইক নির্মাতা কোম্পানি।

ভারতের বাজারে নতুন দুই বাইক লঞ্চ করল Kawasaki, দাম এবং স্পেসিফিকেশন অবাক করার মতো

ডার্ট বাইকটির সামনের দিকে অ্যাডজাস্টেবল কম্প্রেশন ড্যাম্পিং সহ একটি 36 mm ইনভার্টেড ফর্ক এবং পিছনের দিকে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ইউনি ট্র্যাক মনোশক সাসপেনশন রয়েছে। সামনে 17 ইঞ্চির চাকা যা 202 mm ডিস্কব্রেকের সাথে যুক্ত এবং পিছনে 14 ইঞ্চি চাকা 150 mm ডিস্ক ব্রেকের সাথে যুক্ত রয়েছে।

Kawasaki KLX 300R ভারতের বাজারে নতুন দুই বাইক লঞ্চ করল Kawasaki, দাম এবং স্পেসিফিকেশন অবাক করার মতো
KLX 300R বাইকে থাকছে 292cc সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, 4-স্ট্রোক ইঞ্জিন। 6-স্পীড ট্রান্সমিশনের সাথে যুক্ত ইঞ্জিনটি 8মোট 29bhp শক্তি এবং 26 Nm টর্ক উৎপন্ন করে। এখানেও টিউবুলার, সেমি-ডাবল ক্র্যাডল চ্যাসিস ফ্রেম রয়েছে। সাসপেনশন KX 85 বাইকের মতোই এখানে সামনে 21 ইঞ্চি চাকা ও পিছনে 18 ইঞ্চি চাকা রয়েছে। বাইকটিতে 4-ওয়ে অ্যাডজাস্টেবল হ্যান্ডেলবার সেটআপ রয়েছে।

About Author