TRENDS
Advertisement

অবিশ্বাস্য অফার দিচ্ছে মারুতি, সেকেন্ড হ্যান্ড নয় এবার নতুন Celerio নিয়ে যান মাত্র 42 হাজারেই!

35 কিমি মাইলেজ সহ নতুন Celerio এবার মাত্র 42 হাজারে! কিভাবে দেখে নিন

Published By: Ritwik | Published On:

দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষ্যে নতুন গাড়ির কেনা কথা ভাবলে এটাই আপনার জন্য একদম আদর্শ সময়। আর তাই আমরাও নিয়ে হাজির দারুণ এক অফার। মারুতি সুজুকি তাদের Celerio গাড়িটির ওপর বেশ কিছু অফার দিয়েছে। কিন্তু এবার মাত্র 42 হাজারেই গাড়িটি আপনার হতে পারে। কীভাবে? চলুন দেখে নেওয়া যাক। অবিশ্বাস্য অফার দিচ্ছে মারুতি, সেকেন্ড হ্যান্ড নয় এবার নতুন Celerio নিয়ে যান মাত্র 42 হাজারেই!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন: ডিজাইন থেকে শক্তি, সবই মজুদ রয়েছে এই গাড়িতে। হ্যাচব্যাক শ্রেণীতে Swift এর পরেই সর্বাধিক বিক্রীত গাড়ি Maruti Celerio। এখানে 998 সিসির ইঞ্জিন রয়েছে। সেটি 5500 rpm এ 67 bhp শক্তি এবং 3500 rpm এ 89 Nm টর্ক তৈরি করতে সক্ষম। CNG ভার্সনে ইঞ্জিনই 57 bhp শক্তি এবং 83 Nm টর্ক তৈরি করে।

অবিশ্বাস্য অফার দিচ্ছে মারুতি, সেকেন্ড হ্যান্ড নয় এবার নতুন Celerio নিয়ে যান মাত্র 42 হাজারেই!

মাইলেজ:
গাড়িটির বিভিন্ন ভার্সনের মাইলেজ নীচে দেওয়া হল
পেট্রোল MT ভার্সনে 25.24kmpl (VXi, LXi, ZXi)
পেট্রোল MT – 24.97kmpl (ZXi+)
Petrol AMT – 26.68kmpl (VXi)
পেট্রোল AMT – 26kmpl (ZXi, ZXi+)
Celerio CNG ভার্সনে গাড়িটি মোট 35.6 Km/kg মাইলেজ দেয়।

দুর্দান্ত মাইলেজের কারণে ভারতীয় পরিবারের কাছে গাড়িটি আদর্শ ফ্যামিলি কার হয়ে ওঠে। এখানে আধুনিক সমস্ত ফিচারস যেমন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ ইত্যাদি সমস্ত ফিচারসই সেখানে দেখতে পাওয়া যায়। অবিশ্বাস্য অফার দিচ্ছে মারুতি, সেকেন্ড হ্যান্ড নয় এবার নতুন Celerio নিয়ে যান মাত্র 42 হাজারেই!

দাম : Celerio এর বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.37 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পড়বে 7.14 লক্ষ টাকা।

কীভাবে সস্তায় কিনবেন দেখে নিন
সেলেরিও গাড়িটির অন-রোড দাম 6.95 লক্ষ টাকা। ফাইন্যান্সে মাধ্যমে বেশ সহজেই গাড়িটি আপনার হতে পারে। মাত্র 42000 টাকা ডাউনপেমেন্ট করলে কিনতে পারেন গাড়িটি। এক্ষেত্রে 5 বছরের জন্য ফাইন্যান্সে গাড়িটি কিনলে সুদের হার থাকবে 9.8%। প্রতি মাসে EMI খরচ পড়বে 11,599 টাকা।

About Author