TRENDS
Advertisement

খেল খতম KTM এবং Pulsar-র, বাজার কাঁপাতে হাজির Yamaha-র নতুন এবং তুখোড় MT-15

নতুন Yamaha MT-15 এ থাকছে সর্বাধুনিক ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিন

Published By: Ritwik | Published On:

Yamaha এর Sport Bike বাজারে সুপরিচিত। নানান শক্তিশালী বাইক এনেছে তারা। কিছুসময় আগেই কোম্পানি লঞ্চ করে নতুন R15। সদ্যই বাইকটির ন্যাকেদ স্ট্রিট ফাইটার ভার্সন Yamaha MT-15 V2 লঞ্চ করেছে কোম্পানি। রিয়েল ড্রাইভিং এমিশন (RDE) এর সাথে নতুন MT-15 কেমন হয়েছে দেখে নিন। খেল খতম KTM এবং Pulsar-র, বাজার কাঁপাতে হাজির Yamaha-র নতুন এবং তুখোড় MT-15

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ফিচারস :- Yamaha নতুন MT-15 V2.0 বাইকটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে আসে বাজারে। নতুন MT-15 এ খুবই Aggressive Throttle input দেওয়া হয়েছে। অর্থাৎ গতি তোলার ক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকবেনা চালকদের। নতুন ভার্সনে Accelerator এবং ইঞ্জিনের মধ্যেকার input-output ও বেড়েছে অনেকখানি। ফলে সহজেই গতি তুলতে পারেন আপনি। খেল খতম KTM এবং Pulsar-র, বাজার কাঁপাতে হাজির Yamaha-র নতুন এবং তুখোড় MT-15

ইঞ্জিন : নতুন Yamaha MT-15 এ একটি 155 সিসির সিঙ্গেল-সিলিন্ডার VVA লিকুইড-কুলড, 4-স্ট্রোক, SOHC সহ 4-ভালভ ইঞ্জিন থাকবে যা 10,000 rpm-এ সর্বোচ্চ 18.1 bhp এবং 7,500 rpm এ 14.2 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

মাইলেজ :- শক্তিশালী ইঞ্জিন থাকায় পারফরম্যান্স মেলে ঠিকই, কিন্তু মাইলেজও কম নেই। Yamaha MT 15 V2 বাইকে ARAI সার্টিফায়েড 45kmpl এর মাইলেজ পাওয়া যায়।

খেল খতম KTM এবং Pulsar-র, বাজার কাঁপাতে হাজির Yamaha-র নতুন এবং তুখোড় MT-15

অতিরিক্ত ফিচারস : ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে। সেখানে ব্লুটুথ সংযোগ থেকে ফোন অ্যালার্ট, ইমেল এবং এসএমএস অ্যালার্ট, স্মার্টফোনের ব্যাটারি লেভেল সহ বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেখানে। এছাড়া টার্ন-বাই-টার্ন নেভিগেশনও দেখতে পাওয়া যাবে এই বাইকে। ব্রেকিংয়ের জন্য মিলবে ডুয়াল চ্যানেল ABS।

দাম : নতুন Yamaha MT-15 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.64 লক্ষ টাকা থেকে। এই দাম এবং ফিচারস Bajaj Pulsar এবং বিশেষ করে KTM কে বড় চ্যালেঞ্জ জানাবে।

খেল খতম KTM এবং Pulsar-র, বাজার কাঁপাতে হাজির Yamaha-র নতুন এবং তুখোড় MT-15

Yamaha MT-15 এর অন রোড দাম থাকছে 1,96,000 টাকা। একসাথে পুরো টাকা দিতে না পারলেও চিন্তা নেই আপনাদের। ফাইন্যান্স প্ল্যানের সাহায্যে বেশ সহজেই বাইকটি আপনার হতে পারে। এক্ষেত্রে 30 হাজার টাকা ডাউনপেমেন্টের সাথে 3 বছরের জন্য বার্ষিক 9.7% সুদের সাথে মাসিক EMI খরচ 5190 টাকা।

About Author