বাজারে নতুন দুর্দান্ত একটি বাইক নিয়ে এসেছে Hero Motocorp। Passion সিরিজের নতুন Passion XTEC বাইক নিয়ে এসেছে তারা। বাইকটি লঞ্চ করে প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছে Hero। ড্যাশিং লুকের সাথে দূর্দান্ত ইঞ্জিন রয়েছে বাইকে।
বাইকটির ইউনিক ফিচারস প্রতিযোগীদের মধ্যে আলাদা করে তুলেছে Hero Passion XTEC কে। বাইকের মাইলেজ এবং ইঞ্জিন উল্লেখ করার মতো, কারণ ইঞ্জিন শক্তিশালী হওয়ার সাথে সাথে দারুণ জ্বালানি দক্ষতা প্রদান করে।
ফিচারস: Hero Passion XTEC বাইকে একটি ডিজিটাল মিটারের সাথে আসে সেখানে গতি, ওডোমিটার রিডিং, ট্রিপ মিটার রিডিং এবং ফুয়েল গেজের মতো বিভিন্ন তথ্য প্রদর্শন করে। বাইকে রয়েছে একগুচ্ছ সুবিধা যা গ্রাহকদের জন্য দারুণ উপযোগি করে তোলে। উল্লেখ্য বাইকে 55 কিমি মাইলেজ পাওয়া যায়।
ইঞ্জিন: Hero Passion XTEC বাইকে শক্তিশালী 113.2 সিসি ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 9.15 PS শক্তি উৎপন্ন করতে সক্ষম। উচ্চ পাওয়ার আউটপুটের কারণে Hero Passion XTEC রাস্তায় একটি মসৃণ এবং শক্তিশালী কর্মক্ষমতা প্রদান করে। শহরে যাতায়াত এবং হাইওয়ে ক্রুজিং উভয়ের জন্যই উপযুক্ত Passion XTEC।
দাম: বাইকটি খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। বাজারের অন্যান্য বাইকের তুলনায় passion xtec একটি যোগ্য এবং ভালো বিকল্প গড়ে তুলেছে Hero। বাইকের বেস মডেলটির এক্স শোরুম দাম 81,038 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 85,438 হাজার টাকা।
ফাইন্যান্স প্ল্যান: মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্ট দিয়েই বাড়ি আনতে পারেন নতুন বাইকটি। তিন বছরের জন্য ঋণ নিলে 9.7% সুদের হার সহ মাসিক EMI খরচ পড়বে 2,789 টাকা।