![](https://autoscoop.in/wp-content/uploads/2023/11/honda-new-bikes.jpg)
ইতালির মিলানে আয়োজিত EICMA 2023 অটো এক্সপোতে সারাবিশ্বের নানান টু হুইলার কোম্পানি ভাগ নেয়। সেখানে বেশ কিছু নতুন মোটরবাইক এবং কনসেপ্ট বাইকের ছবি সামনে আসে। দেশীয় সংস্থাগুলোও সেখানে ভাগ নেয়। জাপানি অটো নির্মাতা সংস্থা Honda তাদের লেটেস্ট বাইক প্রদর্শন করে। সেখানে প্রথমবারের জন্য দেখা যায় হোন্ডার নতুন CBR650RR এবং NX500।
অনেকেই হয়তো জানেন না যে, আজ থেকে প্রায় 6 বছর আগেই CBR600RR-এর বিক্রি বন্ধ করে দেয় হন্ডা মোটরস। কিন্তু সম্প্রতি বাইকটির নতুন মডেলের মাধ্যমে প্রিমিয়াম বাইক সেগমেন্টে পা রাখতে চলেছে সংস্থাটি। সাথে অ্যাডভেঞ্চার টুরার বাইক NX 500 বাইকটিরও প্রদর্শন করেছে কোম্পানি। তো চলুন দেখে নেওয়া যাক বাইক দুটি কেমন হলো।
Honda CBR600R Supersport bike
নতুন CBR600R বাইকে থাকছে 599 সিসির 4 সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 119 hp শক্তি এবং 63 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 17 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে দারুণ ডিজাইন এবং আকর্ষণীয় লুকের সাথে লঞ্চ হয়েছে বাইকটি।
CBR600R বাইকে থাকছে টুইন পড হেডল্যাম্প, আন্ডার সিট এক্সহস্ট সিস্টেম সহ 5টি রাইডিং মোড। নিরাপত্তার জন্য থাকছে ডুয়াল চ্যানেল ABS সহ 9 লেভেল টর্ক কন্ট্রল, রিয়ার লিফ্ট কন্ট্রোল এবং এমার্জেন্সি স্টপ সিগন্যাল।
Honda NX500 Adventure Tourer
নতুন অ্যাডভেঞ্চার টুরার বাইকে দারুণ লুক দিয়েছে Honda। সেখানে বড় উইন্ডস্ক্রিন সহ স্লিক LED হেডল্যাম্প রয়েছে। এই বাইককে শক্তি যোগাচ্ছে একটি 471 সিসি প্যারালাল টুইন লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনের কর্মক্ষমতা 47 hp এবং সেটি মোট 43.2 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। আগামী 2024 সালে বাইকটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে।