স্টাইল এবং পারফরম্যান্স যারা ভালবাসেন তাদের জন্যই তৈরি হয়েছে Pulsar এর নতুন N250। বাইকটি বিভিন্ন ধরনের আধুনিক বৈশিষ্ট্য এবং নতুন প্রযুক্তির সাথে আসে। আর এসমস্ত ফিচারস বাইকটিকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলেছে। বাইকটির দাম একটি বাজেট-বান্ধব সীমার মধ্যেই আসে যা বাইকটিকে গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তুলে।
ভারতের বাজারে প্রতিযোগিতামূলকভাবে Pulsar N250 এর দাম রেখেছে Bajaj। বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 1.50 লক্ষ টাকা থেকে। টপ স্পেক ভার্সনের এক্স শোরুম দাম থাকবে 2 লক্ষ টাকা। যা KTM এর সাথে সংঘাতে N250 কে এগিয়ে রাখে।
চালকের নিরাপত্তার জন্য রয়েছে ডিস্ক ব্রেক। আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে ABS এর সুবিধা। বাইকের 249 সিসির ইঞ্জিন 35 কিমি মাইলেজও প্রদান করে। নতুন রঙের সাথে Pulsar N250 আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বাইকটির টপ স্পিড রয়েছে 130 kmph।
Pulsar N250 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.50 লক্ষ টাকা থেকে। Pulsar N250 এর ওজন 164 কেজি এবং সেখানে বাইকটিতে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। ডুয়াল চ্যানেল ABS সহ N250 মোট 24 PS শক্তি উৎপন্ন করে এবং 21 Nm টর্কের সাথে পারফরম্যান্স নিয়ে সন্দেহের অবকাশ নেই।
বাইকটি বেশ সস্তায় কিনতে পারেন আপনি। এজন্য আপনাকে সাহায্য নিতে হবে ফাইন্যান্সের। 18000 টাকা ডাউনপেমেন্ট করলেই বাইকটি বাড়ি নিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে বাকি টাকা 9.7% সুদের সাথে মাসিক EMI খরচ মাত্র 5130 টাকা।