Read In
Whatsapp
Car News

নভেম্বর মাসে বড় ছাড় দিল Maruti সুজুকি, এই গাড়িগুলোর ওপর 1 থাকছে লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট!

নভেম্বর 2023 এ Maruti Suzuki তাদের লাইন আপে দারুণ অফার নিয়ে এসেছে। বিভিন্ন মডেলে বড় কিছু অফার থাকছে। Maruti Suzuki এর Arena ডিলারশিপের বিভিন্ন গাড়িতে 59 হাজার টাকা পর্যন্ত ছাড় এবং Nexa ডিলারশিপে 40,000 পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এখানে এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট ডিসকাউন্ট, নগদ ছাড় ইত্যাদির সুবিধা থাকছে।

Maruti Suzuki Jimny
Maruti Suzuki Jimny Zeta-এর ম্যানুয়াল এবং অটোম্যাটিক, উভয় সংস্করণই 50,000 টাকার নগদ ছাড় এবং 50,000 টাকার এক্সচেঞ্জ বোনাসের সাথে উপলব্ধ৷ অন্যদিকে অপেক্ষাকৃত দামী আলফা শুধুমাত্র 20,000 টাকার ছাড় পাওয়া যায়।

Maruti Suzuki Celerio
Maruti Suzuki Celerio 59,000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায়। হ্যাচব্যাকটির পেট্রোল-ম্যানুয়াল ভেরিয়েন্টে এই 59,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। যার মধ্যে থাকছে 35,000 টাকার নগদ ছাড়, 20,000 টাকার এক্সচেঞ্জ বোনাস সহ 4,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট৷ AMT এবং CNG ভেরিয়েন্টে ছাড়ের অংক 54,000 টাকা। সেখানে 30,000 টাকার নগদ ছাড় সহ 20,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 4,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে।

Maruti Suzuki Wagon R
WagonR গাড়িতে মোট 49,000 টাকা পর্যন্ত ছাড় থাকছে। এই ছাড়ের মধ্যে রয়েছে 25,000 টাকার নগদ ছাড়, 20,000 টাকার বিনিময় বোনাস, আর সেইসাথে 4,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট৷

Maruti Suzuki Baleno
Nexa ডিলারশিপের বেস্ট সেলিং এই গাড়িতে 20,000 টাকার নগদ ছাড় এবং 20,000 টাকা এক্সচেঞ্জ বোনাস থাকছে। গাড়িটির CNG ভেরিয়েন্টে 35,000 টাকা পর্যন্ত যার মধ্যে রয়েছে 10,000 টাকা নগদ ছাড় এবং 25,000 টাকা এক্সচেঞ্জ বোনাস।

Back to top button