উৎসবের মরসুমে, দুই চাকা থেকে চারে উন্নীত করার ইচ্ছা প্রবল। তবে বাজেটের সীমাবদ্ধতা থাকার জন্য অনেকেই এই স্বপ্নকে সাইডে সরিয়ে রাখেন। আর যারা কোনো বড়সড় গাড়ির সন্ধানে রয়েছেন তাদের জন্য আরামদায়ক কিন্তু সাশ্রয়ী মূল্যের গাড়ি খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জের বিষয়। আসলে গড় উচ্চতার মানুষদের জন্য অল্টোর মত গাড়ির বিকল্প থাকলেও একটু লম্বা ব্যক্তির জন্য সাশ্রয়ী মূল্যের গাড়ির বিকল্প বড়োই কম।
তবে আজকের প্রতিবেদনে আমরা এমন একটি গাড়িকে আলোকিত করছি যেটিকে “দীর্ঘ ব্যক্তির অল্টো” বললেও অত্যুক্তি হবে না। গাড়ির অভ্যন্তর প্রশস্ত হওয়ার কারণে ছড়িয়ে পা রাখতেও কোনও অসুবিধা হয়না। যে কারণে গাড়িটি ইতিমধ্যেই বেস্টসেলার হয়ে উঠেছে। বলা ভালো 1200cc ইঞ্জিন বিশিষ্ট এই গাড়ি ক্রেটার মতো জনপ্রিয় SUV-এর বিক্রির পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।
সব মাত্রায় একদম নিখুঁত ফিট : দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার কথা বললে, এই গাড়িটি সমস্ত দিক দিয়েই পারফেক্ট। আমরা কথা বলছি Maruti Suzuki WagonR এর কথা। গত অক্টোবরে যে গাড়িটি সবার চোখে ধুলো দিয়ে বিক্রির তালিকায় শীর্ষে উঠে এসেছে সেটি হল এই Maruti Suzuki WagonR। পুজোর মাসে প্রায় 22,080 ইউনিট বিক্রির সাথে দেশের শীর্ষ-বিক্রীত গাড়ির তালিকায় নাম লিখিয়েছে WagonR।
Maruti Suzuki WagonR এর পাশাপাশি সুইফ্ট হল আরেকটি মারুতি গাড়ি যা 20,598 ইউনিট বিক্রি হয়েছে। আজ থেকে প্রায় আড়াই দশক আগে 1999-2000 সালে 1000cc ইঞ্জিন সহ WagonR লঞ্চ করেছিল মারুতি সুজুকি। তারপর থেকে একাধিকবার মডেল আপডেট করেছে সংস্থাটি। বর্তমানে, এটি 1000cc এবং 1200cc উভয় ইঞ্জিন বিকল্পে উপলব্ধ। WagonR-এর বেস LXi মডেলের প্রারম্ভিক দাম 5.54 লাখ (এক্স শোরুম) VXi মডেলটির প্রারম্ভিক দাম 5.99 লাখ (এক্স শোরুম)।