ভারতের বাজারে বিপুল জনপ্রিয় Yamaha RX 100। ৯০ এর দশকের এই বাইক আজও সমান জনপ্রিয় মানুষের মধ্যে। পুরোনো এই বাইক নিয়ে আজও অটো প্রেমীদের মধ্যে চর্চা চলতে থাকে। আম-জনতার এই গাড়ির প্রতি ভালোবাসা দেখে বাইকটিকে পুনরায় বাজারে ফিরিয়ে আনছে Yamaha। শীঘ্রই একদম নতুন লুকে ভারতের বাজারে আসছে RX 100!
১৯৮৫ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে RX 100। এরপর ১৯৯৬ সালে বাইকটিকে নতুন ডিজাইনের সাথে পুনরায় লঞ্চ করা হয়। আর আজ দীর্ঘ ২৭ বছর পর বাইকটি কামব্যাক করতে চলেছে। নস্টালজিক বাইকটি লঞ্চ হওয়ার কথা ঘোষণা হওয়ার থেকেই সেই নিয়ে ব্যপক আলোচনা চলছে।
৯০ এর দশকের তরুণদের স্বপ্নের বাইক ছিল RX100। আর এত বছর পর জাপানি কোম্পানি পুনরায় তাদের পুরনো সুপারহিট মডেল নয়া অবতারে লঞ্চ করতে চলেছে বাজারে। নতুন যে ডিজাইন সামনে আসছে তাও বেশ পছন্দের হয়ে ওঠছে। ১৯৯৬ সালে কঠোর নির্গমন নিয়মের কারণে, বাইকটির উৎপাদন বন্ধ করে দিতে হয়। কিন্তু আজও অনেকের গ্যারেজে রয়েছে গাড়িটি, রাস্তায়ও মাঝেমধ্যে দেখা যায় সেটিকে।
কিন্তু নতুন বাইকটি আরো শক্তিশালী এবং আকর্ষণীয় হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নতুন Yamaha RX100 বাইকে বড় এবং আরও শক্তিশালী ফুয়েল-ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে। নতুন শক্তিশালী ইঞ্জিন দেওয়া হবে এই বাইককে। সেখানে LED ডেটাইম রানিং লাইট (DRL), ইলেকট্রিক স্টার্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো নতুন বৈশিষ্ট্যও উপস্থিত থাকছে।
নতুন Yamaha RX100 এর দাম 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে হতে পারে। 2024 সালের দিকে বাইকটিকে বাজারে দেখা যেতে পারে। আসন্ন বাইকটিতে 98 সিসির ইঞ্জিন থাকতে পারে। এই ইঞ্জিন মোট 10.39 Nm টর্ক এবং 11 PS শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাকি সমস্ত তথ্য জানার জন্য অবশ্য আপনাকে অপেক্ষা করতেই হবে।