ভারত জুড়ে শুরু হয়েছে বৃষ্টির মরশুম। আর তার ফলে বন্যা সহ অতিবৃষ্টি ইত্যাদি দেখা যাচ্ছে। বহু জায়গায় দেখা যাচ্ছে জল জমে থাকতে। এবার এই অবস্থা কিন্তু আপনার গাড়ির জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। বিশেষ করে আপনার গাড়ির মধ্যে যে ব্যাটারি রয়েছে তা বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে।
বহুসময় এমন হচ্ছে যে, বৃষ্টির ফলে ব্যাটারি ভিজে যাচ্ছে আর তাই শর্টসার্কিট হচ্ছে গাড়ির ব্যাটারিতে। আপনি যদি এরকম কিছু লক্ষ্য করেন তাহলে সেখান থেকে বাঁচার জন্য বেশ কিছু উপায় রয়েছে। চলুন সেই নিয়ে জানাচ্ছি আপনাদের।
কেন হয় শর্ট সার্কিট? নিম্নে সেই নিয়ে জানাচ্ছি আপনাদের
১) খারাপ ওয়্যারিং (Bad wearing) : গাড়ির তারের মধ্যে ত্রুটির কারণে শর্ট সার্কিট হতে পারে। ভাঙা তার, কোথাও তারের মধ্যে সংযোগ খোলা থাকলে বা ওয়েরিং করার সময় কিছু ত্রুটির কারণে এই সমস্যা হতে পারে।
২) স্যাঁতসেঁতে (Moisture) : আর্দ্রতা বা Moisture আপনার গাড়ির তারের ক্ষতি করতে পারে। তার ফলেও গাড়িতে শর্ট সার্কিট হতে পারে।
৩) ভুল ফিটিং (Wrong Fitting) : গাড়িতে ভুল ফিটিং করলেও শর্ট সার্কিট হতে পারে। এটা হতে পারে তার ভুলভাল জায়গায় ফিটিং করলে।
৪) নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স ( Wrong Electronics) : গাড়িতে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স থাকলে শর্ট সার্কিট হতে পারে। অনেক সময় ভেঙ্গে গেলেও শর্টসার্কিট হতে পারে।
শর্ট সার্কিট এড়াতে কী ব্যবস্থা নেবেন আপনি :
১) নিয়মিত গাড়ির তারের পরীক্ষা করতে থাকুন। কোন ত্রুটি খুঁজে পেলে সাথে সাথেই সেগুলি ঠিক করে নিন।
২) গাড়িকে বৃষ্টি থেকে দূরে রাখুন। অথবা গাড়ি ভিজে গেলে চালানোর আগে ভালভাবে শুকিয়ে নিন।
৩) গাড়িতে ইলেকট্রনিক ডিভাইস ইনস্টল করা থাকলে দেখে নিন সেটি পুরোপুরি ঠিক রয়েছে কিনা।
৪) চেষ্টাকরুন মাঝেমধ্যেই সার্ভিস সেন্টারে গিয়ে সমস্ত কিছু চেক করে নিয়ে আসতে।