TRENDS
Advertisement

ছোট আকারের এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে একাধিক ধাসু ফিচারস, মাইলেজ 408 কিমি! দাম সাধ্যের মধ্যেই

চিনা গাড়ি নির্মাতা চেরি নিউ এনার্জি সম্প্রতি তাদের সবথেকে ছোট গাড়ি Little Ant লঞ্চ করেছে। গাড়িটি Classic Ant গাড়ির নতুন সংস্করণ। আকর্ষণীয় ডিজাইনের সাথে গাড়িটি বাজারে এসেছে। সবচেয়ে ছোট আকারের…

Published By: Ritwik | Published On:

চিনা গাড়ি নির্মাতা চেরি নিউ এনার্জি সম্প্রতি তাদের সবথেকে ছোট গাড়ি Little Ant লঞ্চ করেছে। গাড়িটি Classic Ant গাড়ির নতুন সংস্করণ। আকর্ষণীয় ডিজাইনের সাথে গাড়িটি বাজারে এসেছে। সবচেয়ে ছোট আকারের এই বৈদ্যুতিক গাড়ি Tata Nano এর কথা মনে করিয়ে দেয়। ন্যূনতম দামে লঞ্চ হওয়ার কারণে ইতিমধ্যে এই নিয়ে বিরাট উচ্ছাস প্রকাশ হয়েছে বাজারে।ছোট আকারের এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে একাধিক ধাসু ফিচারস, মাইলেজ 408 কিমি! দাম সাধ্যের মধ্যেই

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপনাদের জানিয়ে দিই যে, গাড়িটি চিনে লঞ্চ হয়েছে। মোট 77,900 ইউয়ানে (ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 8.92 লাখ টাকা) গাড়িটি লঞ্চ করেছে চেরি নিউ এনার্জি। টপ মডেলের দাম 82,900 ইউয়ান, ভারতীয় মুদ্রায় 9.49 লক্ষ টাকা। যে দামে এবং সেগমেন্টে গাড়িটি লঞ্চ হয়েছে তা MG Comet EV, Tata Tiago EV, এবং Citroen eC3-এর মতো গাড়িকে জোর টক্কর দেবে।

লিটল অ্যান্ট গাড়িতে সমস্ত ধরনের সুবিধাই রয়েছে। যেমন ডিজাইন, সেখানে নতুন হেডলাইট, ডিআরএল, এবং Qq লোগো সহ ফ্রন্ট গ্রিল গাড়িটিকে বেশ স্পোর্টি লুক দেয়। গাড়ির ভেতরেও রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড। সেখানে 10.1-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ আধুনিক স্টিয়ারিং হুইল এবং স্লিম এয়ার ভেন্ট সহ নানান অত্যাধুনিক ফিচারস রয়েছে।

ছোট আকারের এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে একাধিক ধাসু ফিচারস, মাইলেজ 408 কিমি! দাম সাধ্যের মধ্যেই

লিটল অ্যান্টের ক্ষমতাও কম নয়। গাড়িটি মোট 50 PS শক্তি এবং 95 Nm এর পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। হাই-স্পেকসের ক্ষেত্রে এই পাওয়ারট্রেন বেড়ে হয় 76 PS এবং 150 Nm। উল্লেখ্য যে, গাড়িতে তিনটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। টপ মডেলের ক্ষমতা 40.3 kWh। এই ব্যাটারি মোট 408 কিমি মাইলেজ দেয়। ছোট আকারের এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে একাধিক ধাসু ফিচারস, মাইলেজ 408 কিমি! দাম সাধ্যের মধ্যেই

গাড়িটি ইতিমধ্যেই চিনের বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতি মাসে 14,699 টি ইউনিট বিক্রি করে চিনা বাজারে নিজেকে আরো বড় প্রতিদ্বন্দ্বী করে তুলেছে লিটল অ্যান্ট। এখানে জানিয়ে রাখি যে, গাড়িটি দুর্দান্ত স্পেক্স এবং সাধ্যের মধ্যে থাকলেও ভারতে গাড়িটি লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

About Author