দূষণের ঠেলায় নাভিশ্বাস উঠছে রাজধানী দিল্লির। সরকার যেখানে দূষণ ঠেকাতে জোড়-বিজোড় নীতি ফেরাতে চাইছে, সেখানে পরিবেশকে আরও দূষিত করে তুলছে BS3 পেট্রল এবং BS4 ডিজেলচালিত গাড়িগুলি। আর তাই এবার আরও এক নয়া পদক্ষেপ নিল দিল্লি সরকার। স্কুল কলেজ বন্ধ করার সাথে সাথে এই দুই গাড়ি নিয়েও বড় সিদ্ধান্ত নিল সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, এরপর থেকে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকবে এই দুই মডেলের গাড়ির উপর। এমনিই রাজধানী দিল্লির বাতাসের দূষণের হার মাত্রাতিরিক্ত বেড়েছে। তার উপর এই দুই গাড়ির মডেলের কারণে দূষণ আরও বেশি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে দিল্লির প্রশাসন। পাশাপাশি নজর রাখা হচ্ছে পড়শি রাজ্য হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানের উপরেও।
কেজরিওয়াল সরকার জানাচ্ছে, রাস্তায় এই দুই ধরনের গাড়ি দেখলেই কড়া অ্যাকশন নেওয়া হবে। সেক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা করা হবে। কম করে হলেও ২০ হাজার টাকা জরিমানা হতে পারে চালকদের। এবং সম্প্রতি বিষয়টি একটি নির্দেশিকা জারি করে সমগ্র রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দূষণ ঠেকাতে কেন্দ্র চালু করেছে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (গ্র্যাপ)-এর স্টেজ থ্রি। এই গ্র্যাপে মোট চারটি ভাগ রয়েছে। স্টেজ 1 (AQI 201-300), স্টেজ 2 (AQI 301-400), স্টেজ 3 (AQI 401-450), স্টেজ 4 (AQI 450-এর উপরে)। ইতিমধ্যেই দিল্লি সরকার লাগু করেছে এই নিয়ম। গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল গত শুক্রবার। এইদিন দিল্লির বাতাসের গুণমান ছিল প্রায় 471।