TRENDS
Advertisement

রয়্যাল এনফিল্ড এর নতুন মিটিওর বাইক দিচ্ছে শক্তিশালী রাইড এক্সপেরিয়েন্স, ঘরে আনুন এই সেরা মোটরসাইকেল

দীর্ঘ যাত্রা এবার আরো সহজ, আরাম এবং শক্তির আদর্শ মিশ্রণে তৈরি Royal Enfield Meteor

Published By: Ritwik | Published On:

বর্তমানে ভারতের তরুণ প্রজন্মের কাছে ক্রুজার বাইকের আবেদন বেড়েছে অনেকখানি। আর এক্ষেত্রে একগুচ্ছ অপশন থাকলেও মানুষের পছন্দ প্রিয় Royal Enfield। 350 সিসি সেগমেন্টে তারা একগুচ্ছ বাইক লঞ্চ করলেও আজ একটি সেরা বাইক সম্পর্কে জানাতে চলেছি আমরা। এই বাইকের নাম Meteor 350। রয়্যাল এনফিল্ড এর নতুন মিটিওর বাইক দিচ্ছে শক্তিশালী রাইড এক্সপেরিয়েন্স, ঘরে আনুন এই সেরা মোটরসাইকেল

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Meteor 350 বাইকে 349 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে মোট 20.4 hp শক্তি এবং 27Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির মোট ওজন 191 কেজি। Royal Enfield Meteor 350 তে 15 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। দীর্ঘ যাত্রায় যা বেশ কাজে আসে।

রয়্যাল এনফিল্ডের Meteor বাইকটি 6টি ভেরিয়েন্ট এবং 13টি কালার অপশনে আসে। শীর্ষ মডেলটির দাম রয়েছে 2.26 লাখ টাকা। বাইকটির সামনে এবং পিছনে, উভয় চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে। 191 কেজি ওজনের বাইকে 15 লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে। 41.88 কিমি মাইলেজ থাকার কারণে দীর্ঘ দূরত্ব যেতে কোনো সমস্যাও হবেনা।

রয়্যাল এনফিল্ড এর নতুন মিটিওর বাইক দিচ্ছে শক্তিশালী রাইড এক্সপেরিয়েন্স, ঘরে আনুন এই সেরা মোটরসাইকেল

আরামদায়ক যাত্রার জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে 6-স্টেপ-প্রিলোড-অ্যাডজাস্টেবল ডুয়াল শক সাসপেনশন। সামনে 19 ইঞ্চি ফ্রন্ট টায়ার এবং পিছনে 17 ইঞ্চি অ্যালয় হুইল সহ ডুয়াল ডিস্ক ব্রেকও পেয়ে যাবেন এখানে। Royal Enfield Meteor 350 ক্রুজার বাইকে অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে ট্রিপার নেভিগেশন পড, স্মার্টফোন কানেকটিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ইত্যাদি। বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.03 লক্ষ টাকা থেকে।

About Author