TRENDS
Advertisement

গাড়ির মার্কেটে তুলকালাম করবে মারুতির এই ৫ টি ধাসু গাড়ি, কিনলে পয়সা উসুল

মারুতি সুজুকি আসন্ন সময়ে নিজেদের লাইনআপকে আরো সমৃদ্ধ করতে বেশ কিছু অসাধারণ গাড়ি নিয়ে আসছে বাজারে। আগামী ২০২৫ সালের মধ্যে সুজুকির লক্ষ্য অল ইলেক্ট্রিক স্পেসে প্রবেশ করা। সেই লক্ষ্যেই কাজ…

Published By: Ritwik | Published On:

মারুতি সুজুকি আসন্ন সময়ে নিজেদের লাইনআপকে আরো সমৃদ্ধ করতে বেশ কিছু অসাধারণ গাড়ি নিয়ে আসছে বাজারে। আগামী ২০২৫ সালের মধ্যে সুজুকির লক্ষ্য অল ইলেক্ট্রিক স্পেসে প্রবেশ করা। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে সংস্থাটি। তার আগে ৫টি গাড়ি বাজারে আনছে মারুতি সুজুকি। নীচে সুজুকি লাইন আপের গাড়িগুলোর সম্পর্কে জানানো হলো।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

১) New Maruti Suzuki Swift : আগামী ২০২৪ সালেই বিশ্বব্যাপী লঞ্চ হবে মারুতি সুজুকি সুইফ্ট। গাড়িটি অবশ্য প্রথমে জাপানে লঞ্চ হবে তারপরই সেটি ভারতে আসবে। একদম নতুনরূপে আসতে চলেছে Swift। উল্লেখ্য যে, গাড়িতে হাইব্রিড পেট্রোল ইঞ্জিন উপস্থিত থাকছে।

২) New Suzuki Dezire : ২০২৪ এই আসবে Dezire গাড়িটির নেক্সট ভার্সন। ডিজায়ারের সাথে অনেক মিল থাকবে নতুন গাড়িটির। এখানে 1.2L থ্রি-সিলিন্ডার শক্তিশালী হাইব্রিড পেট্রোল থাকছে যা আপনাকে ৩৫ থেকে ৪০ কিমি মাইলেজ দেবে।

৩) Maruti Suzuki eVX : গত ২০২৩ সালের অটো এক্সপোতে প্রথমবার দেখা যায়। আগামী ২০২৫ সালে বাজারে আসবে গাড়িটি। Toyota এর আর্কিটেকচারের ওপর তৈরি হয়েছে eVX। জানা যাচ্ছে গাড়িটির রেঞ্জ হতে পারে ৫০০ কিমি।

৪) সাশ্রয়ী মূল্যের EV : আসন্ন সময়ে বাজার ধরতে মারুতি সুজুকি তাদের WagonR এবং Jimny-এর বৈদ্যুতিক সংস্করণগুলিও আনতে পারে। সাথে গাড়িটির বৈদ্যুতিক ভার্সনের সাথে সাথে CNG গাড়িও আনতে পারে তারা।

৫) Grand vitara : আসন্ন সময়ে গ্র্যান্ড ভিতারার সাত আসনের সংস্করণটি আসতে চলেছে। গাড়িটি ৬ আসন এবং ৭ আসন এই দুই কনফিগারেশনে আসতে চলেছে।

About Author