আজকের দিনে রয়্যাল এনফিল্ড এমন এক নাম যার আলাদা কোনো পরিচিতির প্রয়োজন পড়েনা। বাইক লাভাররা তো কেবল অপেক্ষা করে থাকে, কবে রয়্যাল এনফিল্ডের নয়া মডেল লঞ্চ হবে! এই যেমন রয়্যাল এনফিল্ড 450 নিয়ে হাজার একটা জল্পনা চলছিল এতদিন। মানুষ চাতক পাখির মত অপেক্ষা করেছিল যে, কবে বাইকটির নতুন ভার্সন লঞ্চ করবে আর তারা ঝাঁপিয়ে পড়বে! অবশেষে চলেই এল সেই কাঙ্খিত দিনটি।
বাইক-প্রেমীদের অবসান ঘটিয়ে অবশেষে বাজারে প্রবেশ করতে চলেছে নতুন হিমালয়ান। সূত্রের খবর, 7 ই নভেম্বর EICMA শো তে নতুন জেনারেশনের হিমালয়ান 450 লঞ্চ করবে। এবং এর প্রারম্ভিক দাম কত হবে সেটাও এই বছরের মধ্যেই ঘোষণা করা হবে বলে খবর। এতে রয়েছে একটি নতুন 452 সিসি সিঙ্গেল-সিলিন্ডার DOHC লিকুইড-কুলড ফোর-ভালভ FI ইঞ্জিন।
এই শক্তিশালী ইঞ্জিনটি 8,000 rpm-এ 40.02 PS-এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট এবং 5,500 rpm-এ 40 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এর ট্রান্সমিশনটি একটি 6-স্পীড ইউনিট পায়। বাইকটির চাকার সামনের দিকে 21-ইঞ্চি রিম এবং পিছনে 17-ইঞ্চি রিম দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে 17 লিটার ফুয়েল ইঞ্জিন এবং বাইকটির সিটের উচ্চতা প্রায় 845 মিমি।
অ্যাডভেঞ্চার-ভিত্তিক মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়াল-পিস্টন ক্যালিপার সহ একটি 320 মিমি ভেন্টিলেটেড ফ্রন্ট ডিস্ক এবং একটি ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম। এছাড়াও এতে রয়েছে একটি 270 মিমি ভেন্টিলেটেড রেয়ার ডেস্ক। এছাড়াও বাইকটিতে রয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটল, এলইডি হেডল্যাম্প, ব্রেক লাইট এবং টার্ন ইন্ডিকেটর, গুগল ম্যাপ ইন্টিগ্রেশন সহ একটি সার্কল TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ইউএসবি চার্জিং পোর্ট, স্প্লিট সিট, একটি লাগেজ র্যাক, সুইচযোগ্য রিয়ার এবিএস, ইকো এবং পারফরম্যান্স মোড। দামের কথা বললে, এই বাইকটির প্রারম্ভিক দাম প্রায় 2.75 লক্ষ টাকা।