TRENDS
Advertisement

মার্কেটে ঝড় তুলতে আসছে এই ৪ টি ধাসু বাইক, দেখে নিন খুঁটিনাটি

আসন্ন সময়ে 4টি নতুন বাইক আসছে বাজারে। চলুন দেখে নেওয়া যাক কী কী বাইক লঞ্চ হবে। 1. Royal Enfield Himalayan 450:আগামী 24 তারিখ Himalayan 450 বাইকের অফিশিয়াল দাম ঘোষণা হবে।…

Published By: Ritwik | Published On:

আসন্ন সময়ে 4টি নতুন বাইক আসছে বাজারে। চলুন দেখে নেওয়া যাক কী কী বাইক লঞ্চ হবে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. Royal Enfield Himalayan 450:মার্কেটে ঝড় তুলতে আসছে এই ৪ টি ধাসু বাইক, দেখে নিন খুঁটিনাটিআগামী 24 তারিখ Himalayan 450 বাইকের অফিশিয়াল দাম ঘোষণা হবে। 1 নভেম্বর বাইকটি লঞ্চ হলেও দাম জানা জায়নি। উল্লেখ্য যে, Himalayan 450 এ 452 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা মোট 40.02 PS শক্তি এবং 40 Nm টর্ক উৎপন্ন করে। বাইকে থাকছে USD ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, অল এলইডি আলো, রাইড-বাই-ওয়্যার থ্রোটল, গুগল ম্যাপ ইন্টিগ্রেশন সহ একটি TFT কনসোল, ডুয়াল চ্যানেল ABS ইত্যাদি।

2. Triumph Tiger 400: মার্কেটে ঝড় তুলতে আসছে এই ৪ টি ধাসু বাইক, দেখে নিন খুঁটিনাটি Bajaj/Triumph Speed 400 এর পর আরো একটি বাইক নিয়ে আসছে। Tiger 400 বাইকে 398 cc লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে যা Scrambler 400X-এর থেকে খুব বেশি আলাদা হবেনা। উল্লেখ্য Tiger 400 বাইকটি KTM 390 Adventure X এবং নতুন Royal Enfield Himalayan 450-এর সাথে জোর প্রতিদ্বন্দ্বিতা করবে।

3. 2024 KTM 390 Adventure: মার্কেটে ঝড় তুলতে আসছে এই ৪ টি ধাসু বাইক, দেখে নিন খুঁটিনাটি KTM এর নতুন 390 অ্যাডভেঞ্চার বাইক দুটি নতুন রঙের পাশাপশি নয়া গ্রাফিক্সও দেখা যাবে। যান্ত্রিক পরিবর্তন না হলেও সেখানে 398 সিসি ইঞ্জিন ব্যবহার করবে KTM। নতুন-জেন 390 ডিউক এবং 250 ডিউকে ডিজাইন এবং যান্ত্রিক ফ্রন্টে বড় আপডেটের করে ফিরছে বাজারে।

4. Hero Xpulse 400 এবং Xpulse 210:  মার্কেটে ঝড় তুলতে আসছে এই ৪ টি ধাসু বাইক, দেখে নিন খুঁটিনাটি Royal Enfield Himalayan 450 এবং KTM 390 Adventure-এর সাথে লড়াই করার জন্য Hero MotoCorp তাদের ফ্ল্যাগশিপ Xpulse-এর ওপর কাজ করছে। বাইকে একটি 420 cc সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুল ইঞ্জিন থাকবে যা HD X440 এর সমান শক্তিশালী হতে চলেছে। XMR এর 210 সিসি লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করে Xpulse 200 লঞ্চ করবে Hero।

About Author