Read In
Whatsapp
Car News

পাত্তা পাবেনা মারুতি বা টয়োটা, মাত্র 7 লাখেই টাটা নিয়ে এল 9 আসনের নতুন গাড়ি!

source: gaadiwaadi.com

টাটা উইঙ্গার গাড়িটি বর্তমানে বেশ জনপ্রিয়। ভ্যান স্টাইলের হলেও গাড়িটিকে মিনি বাস বলা যেতে পারে। একইসাথে বহুলোক একটিমাত্র বাহনের সাহায্যে যেতে সক্ষম। স্টাফ বাসটির দাম শুরু হচ্ছে 7.14 লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম রয়েছে 14.35 লক্ষ টাকা। মূলত বাণিজ্যিক বাজারকে টার্গেট করেই এই গাড়িটি লঞ্চ করে টাটা মোটরস।

বিভিন্ন আসন ক্ষমতার সাথে এবং বিভিন্ন কনফিগারেশনে বাসটি বাজারে উপলব্ধ। টাটা উইঙ্গারে 2.2 লিটারের ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন গাড়িটিকে বেশ সলিড পারফরম্যান্স পেতে সাহায্য করে। গাড়িতে 60L এর ফুয়েল ট্যাংক দূর যাত্রায় যেতেও বেশ সাহায্য করে। এই সমস্ত ফিচারস বাজারে অন্যান্য ভ্যানের সাথে পার্থক্য তৈরি করে।

গ্রাহকের পর্যালোচনার উপর ভিত্তি করে 5টির মধ্যে 3.4 স্টার রেটিং পেয়েছে টাটা উইঙ্গার। যা ব্যবহারকারীদের মধ্যে একটি ভাল সন্তুষ্টি নির্দেশ করে। বাজারে টাটা উইঙ্গারের বড় প্রতিদ্বন্দ্বী ফোর্স ট্রাভেলার। তবে প্রশস্ত আসন এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে টাটা উইঙ্গার প্রতিযোগিতায় কিছুটা হলেও এগিয়ে।

দাম কত?
বিভিন্ন আসন ক্ষমতার সাথে গাড়িটির আকার আকৃতির পরিবর্তন হয় এবং তারফলে দামেও পরিবর্তন আসে। নিচে দেখে নিন বিভিন্ন ভার্সনের ঠিক কত কত দাম রয়েছে

9 আসনের গাড়ির এক্স শোরুম দাম 7.14 লক্ষ টাকা
15 আসনের গাড়িটি প্রিমিয়াম অপশনের সাথে আসে। সেটির এক্স শোরুম দাম 14.35 লক্ষ টাকা
এছাড়া মাঝারি আকারের 12 এবং 13 আসনের ক্ষেত্রেও গাড়িটির দাম রয়েছে 14.35 লক্ষ টাকা।

Back to top button