![](https://autoscoop.in/wp-content/uploads/2023/08/2022-Tata-Tiago-iCNG-Front-3-Quarters.jpg)
ডিজেল এবং পেট্রোলের ক্রবর্ধমানভাবে দামের কারণে পরিশ্রান্ত আমজনতা। এক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। ভারতের অটোমোবাইল সেক্টরে বিশেষ করে EV এর ক্ষেত্রে বর্তমানে Tata Motors প্রায় একাই রাজ করছে। বেশ কম দামেই উচ্চ মানের EV এনে তাক লাগিয়ে দিয়েছে। সাধারণ গাড়ির তুলনায় EV এর দাম একটু বেশীর দিকে হলেও টাটা মোটরস তাদের Tiago গাড়ির দাম বেশ কম রেখেছে।
Tata Motors এর Tiago EV বেশ সাশ্রয়ী মূল্যের EMI নিয়ে এসেছে যা আগামী সময়ে ভারতের বাজারে EV এর জনপ্রিয়তা বাড়িয়েছে। Tiago EV লাইনআপে 7টি মডেল রয়েছে এবং সেখানে ভ্যারিয়েন্ট ব্যতিরেকে দুইটি ব্যাটারির বিকল্প রয়েছে। সাথে গাড়িগুলো ফাস্ট চার্জিং অপশনের সাথেও আসে। এখানে আপনি XE, XT, XZ+ এবং XZ+ টেক লাক্স মডেলগুলি ফাস্ট চার্জ ভ্যারিয়েন্টের সাথে আসে।
জানিয়ে রাখি Tata Tiago এর বেস মডেলে একটি 19.2 kwh এর ব্যাটারির সাথে আসে, যা 250 কিলোমিটারের রেঞ্জ প্রদান করে। বেস ভ্যারিয়েন্টটি 61 PS শক্তি এবং 104 Nm টর্ক জেনারেট করে। আবার টপ এন্ড মডেলটিতে 24kwh এর ব্যাটারি রয়েছে। গাড়িটি 75 PS শক্তি এবং 114 Nm টর্ক সহ 315 কিলোমিটারের রেঞ্জের সাথে আসে। অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে নানান সুরক্ষা বিষয়ক ফিচারস।
Tiago EV চারটি চার্জিং বিকল্পের সাথে আসে। এগুলো হলো 15A সকেট চার্জার, 3.3 kW AC চার্জার, 7.2 kW AC চার্জার এবং DC ফাস্ট চার্জিং। 7.2 কিলোওয়াট এসি চার্জার ব্যবহার করে এটি 3.5 ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যায়। ডিসি ফাস্ট চার্জারে সেই সময় কমে এসে মাত্র 57 মিনিটে। এই সময়ের মধ্যে গাড়িটি 10% থেকে 80% পর্যন্ত চার্জ হয়ে যায়।
Tata Tiago EV ইলেকট্রিক গাড়ির ফিচারস
1) 19.2 kWh শক্তিশালী ব্যাটারি
2) 315 কিমি ড্রাইভিং রেঞ্জ
3) অল-হুইল ডিস্ক ব্রেক
4) 7-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে
5) সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল
6) অটো এয়ার-কন্ডিশনিং
7) স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল
8) স্বয়ংক্রিয় হেডলাইট
9) সংযুক্ত গাড়ি প্রযুক্তি
10) ক্রুজ নিয়ন্ত্রণ
11) মাল্টি- মোড রিজেনারেটিভ ব্রেকিং
গাড়িটির দাম 10 লাখ টাকার নিচে হওয়ার কারণে গ্রাহকদের একটি সাশ্রয়ী বিকল্প হয়ে ওঠেছে। উন্নত বৈশিষ্ট্য এবং একটি বিলাসবহুল ডিজাইনের বৈদ্যুতিক গাড়ি খুঁজলে টাটা মোটরসের Tiago দারুণ অপশন হতে পারে। উল্লেখ্য G-NCAP ক্র্যাশ টেস্টে 4Star নিরাপত্তা রেটিং পেয়েছে Tiago।Tiago EV এর বর্তমান এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8.69 লক্ষ টাকা থেকে। টপ মডেলের জন্য আপনাকে 11.99 লক্ষ টাকা খরচ করতে হবে।