Read In
Whatsapp
Car News

Celerio বা Swift নয়, একই বাজেটে নিয়ে আসুন মজবুত এই গাড়ি, নিরাপত্তা এবং ভরসা দিচ্ছে টাটা মোটরস

Tata Motors এর অপেক্ষাকৃত কম দামী গাড়িগুলো বাজারে বেশ বড় অংকের বিক্রি হচ্ছে। বিগত সময়ে দেখা গিয়েছে বেষ্ট সেলিং হ্যাচব্যাক Maruti Suzuki Swift এবং Celerio কে টক্কর দিয়েছে Tata Tiago। যে দামে গাড়িটি অত্যাধুনিক ফিচারস নিয়ে আসে তা Tiago কে বিশেষ করে তুলেছে।

Tiago গাড়িটি XE, XM, XT(O), XT, XZ এবং XZ+ এই ছয়টি ভেরিয়েন্টে উপলব্ধ বাজারে। 1199 সিসির শক্তিশালী পেট্রোল ইঞ্জিন দেখতে পাবেন গাড়িতে। এছাড়া ইলেক্ট্রিক ভার্সনেও বিক্রি হচ্ছে Tata Tiago। ABS সহ ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ ফিচারস দেখতে পাবেন আপনি।

5 আসনের হ্যাচব্যাক গাড়িটির মুখ্য প্রতিদ্বন্দ্বী Maruti Suzuki Swift এবং Celerio। কিন্তু প্রায় সমস্ত দিক দিয়েই এগিয়ে Tata Tiago। সবচেয়ে গুরুত্বপূর্ন গাড়িটির সুরক্ষা ব্যবস্থা। যেখানে Swift মাত্র 2 Star আর Celerio শুন্য স্টার পেয়েছে নিরাপত্তা পরীক্ষায়, সেখানে Tiago 4 Star রেটিংয়ের সাথে আসে।

ইঞ্জিন এবং মাইলেজ : পেট্রোল ভার্সনে গাড়িটিতে 1999 সিসির ইঞ্জিন রয়েছে। যা 20 কিমির দুর্দান্ত মাইলেজ দেয়। পেট্রোল ভার্সনে আপনি 26.49 কিমি প্রতি কেজির মাইলেজ দেখতে পাবেন। মোট 86 Bhp শক্তি এবং 113 Nm টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য Tiago EV তে 250 কিমি রেঞ্জ পাওয়া যায়।

সাত ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিয়ার-ভিউ ক্যামেরার মতো ফিচারসের সাথে আসা Tiago গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.60 লক্ষ টাকা থেকে। এই বাজেটে Maruti Suzuki Swift, Celerio, Wagon R এবং Citroen C3 এর সাথেও প্রতিযোগিতা করে Tiago।

Back to top button