TRENDS
Advertisement

শীঘ্রই চারটি নতুন Cöupé স্টাইলের SUV আসছে ভারতের বাজারে, টাটা এবং মাহিন্দ্রার গাড়িও রয়েছে এই তালিকায়

SUV এর বাজার আরো বাড়তে চলেছে। শীঘ্রই Cöupé স্টাইলের চারটি নতুন SUV আসছে ভারতে। তাহলে চলুন দেখে নেওয়া কোন কোন গাড়ির কথা হচ্ছে এখানে। 1) Tata Curvv   Tata Motors…

Published By: Ritwik | Published On:

SUV এর বাজার আরো বাড়তে চলেছে। শীঘ্রই Cöupé স্টাইলের চারটি নতুন SUV আসছে ভারতে। তাহলে চলুন দেখে নেওয়া কোন কোন গাড়ির কথা হচ্ছে এখানে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Tata Curvv শীঘ্রই চারটি নতুন Cöupé স্টাইলের SUV আসছে ভারতের বাজারে, টাটা এবং মাহিন্দ্রার গাড়িও রয়েছে এই তালিকায় 
Tata Motors 2024 সালে তাদের নতুন Curvv SUV লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। Tata Curvv-এর প্রোটোটাইপ দেখে বোঝাই যাচ্ছে যে, গাড়িটির ডিজাইন উৎপাদনের জন্য তৈরী। LED DRLs, গ্রিল এবং কার্ভি রুফলাইন সহ আকর্ষণীয় ফ্রন্ট ফ্যাসিয়া রয়েছে সেখানে। Hyundai Creta এবং Kia Seltos-এর মতো গাড়িকে বড় চ্যালেঞ্জ জানাবে Tata Curvv।

2) Mahindra XUV500 Coupe শীঘ্রই চারটি নতুন Cöupé স্টাইলের SUV আসছে ভারতের বাজারে, টাটা এবং মাহিন্দ্রার গাড়িও রয়েছে এই তালিকায়
খুব জলদি বাজারে কামব্যাক করছে Mahindra এর জনপ্রিয় XUV500। আগামী 2024 সালে গাড়িটি বাজারে ফিরতে পারে নতুন কুপ SUV অবতারে৷ XUV500 কুপের স্পাই শট কিছুদিন আগেই সামনে এসেছে। Tata Curvv কে বড় টক্কর দেবে মাহিন্দ্রার এই গাড়ি।

3) Mahindra BE.05
Mahindra BE.05 অদূর ভবিষ্যতে লঞ্চ হতে পারে। আগামী বছরেই গাড়িটি প্রথমবার দেখা যাবে। ইলেকট্রিক ভার্সনে আসতে পারে গাড়িটি। সেখানে 79-kWh ব্যাটারি প্যাক সহ 450 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। এছাড়া ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র 30 মিনিটেরও কম সময়ে BE.05 80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

4) Toyota Taisor

শীঘ্রই চারটি নতুন Cöupé স্টাইলের SUV আসছে ভারতের বাজারে, টাটা এবং মাহিন্দ্রার গাড়িও রয়েছে এই তালিকায়
নতুন মডেলের সাথে সাবকমপ্যাক্ট SUV বাজারে প্রবেশ করতে চলেছে Toyota। Urban Cruiser Taisor নামে গাড়িটি লঞ্চ করবে তারা। Maruti Fronx-এর ওপর ভিত্তি করে তৈরি হবে এই ক্রসওভার SUV টি। দারুণ স্টাইলিশ ডিজাইন, ফিচার প্যাকড নতুন প্রযুক্তির সাথে শক্তিশালী ইঞ্জিন নিয়ে আসছে Taisor। গাড়িতে 9-ইঞ্চি টাচস্ক্রিন, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার মতো ফিচারস দেখা যাবে। জানিয়ে দিই যে, Toyota Taisor 10 লক্ষ টাকার বাজেটে লঞ্চ হবে।

About Author