TRENDS
Advertisement

পাত্তা পাবেনা ইলেকট্রিক স্কুটারও, এই বৈদ্যূতিক সাইকেলের মাইলেজ চমকে দেওয়ার মতো!

বর্তমানে রাস্তায় চোখ ঘোরালেই জ্বালানি চালিত স্কুটারের জায়গায় একগুচ্ছ ইলেকট্রিক স্কুটার চোখে পড়ে। কিন্তু একইসাথে বর্তমান সময়ে ইলেকট্রিক সাইকেলের বিক্রিও বেড়েছে পাল্লা দিয়ে। আর আজ যে ইলেকট্রিক সাইকেলের বিষয়ে বলতে…

Published By: Ritwik | Published On:

বর্তমানে রাস্তায় চোখ ঘোরালেই জ্বালানি চালিত স্কুটারের জায়গায় একগুচ্ছ ইলেকট্রিক স্কুটার চোখে পড়ে। কিন্তু একইসাথে বর্তমান সময়ে ইলেকট্রিক সাইকেলের বিক্রিও বেড়েছে পাল্লা দিয়ে। আর আজ যে ইলেকট্রিক সাইকেলের বিষয়ে বলতে চলেছি সেখানে একগুচ্ছ ফিচারস রয়েছে। পাত্তা পাবেনা ইলেকট্রিক স্কুটারও, এই বৈদ্যূতিক সাইকেলের মাইলেজ চমকে দেওয়ার মতো!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আজ যে ইলেকট্রিক সাইকেলের কথা বলছি তার নাম Koga Pace B05। সাইকেলটির রেঞ্জ কত শুনলে অবাক হবেন আপনিও। একবার ফুল চার্জে সাইকেলটি রেকর্ড 240 কিলোমিটার মাইলেজ দেয়। সাইকেলটিকে শক্তি দেওয়ার জন্য সেখানে রয়েছে 750 Wh এর ব্যাটারি।

পাত্তা পাবেনা ইলেকট্রিক স্কুটারও, এই বৈদ্যূতিক সাইকেলের মাইলেজ চমকে দেওয়ার মতো!

এছাড়া সাইকেলে মজুদ রয়েছে 250 ওয়াটের ইলেকট্রিক মোটর। এই মোটর সর্বোচ্চ 85Nm টর্ক উৎপন্ন করে। সাইকেলের সর্বোচ্চ গতি রয়েছে 25kmph। ইকো এবং ওয়াক অ্যাসিস্ট, এই দুই মোডে সেটি চলতে পারে। চালকের সুবিধার জন্য সেখানে রয়েছে 11 গতির Shimano গিয়ার সিস্টেম।পাত্তা পাবেনা ইলেকট্রিক স্কুটারও, এই বৈদ্যূতিক সাইকেলের মাইলেজ চমকে দেওয়ার মতো!

উল্লেখ্য যে, সাইকেলটির সমস্ত তথ্য আপনি ফোনেই পেয়ে যাবেন। Hydraulic ডিস্ক ব্রেক সহ Super Moto X টায়ার, LED হেডলাইট, হেড টিউব লাইট এবং কিক স্ট্যান্ড। পাওয়া যায় সেখানে। আপাতত সাইকেলটির দাম রয়েছে 5299 ইউরো। ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি হয় Koga Pace B05।

About Author