TRENDS
Advertisement

Honda XL750 Transalp VS BMW F 850 GS, দুই বাইকের মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

Honda এবং BMW এর মধ্যে জোর লড়াই, বাজার ধরতে এগিয়ে কোন বাইক দেখে নিন

Published By: Ritwik | Published On:

অবশেষে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল হোন্ডার নতুন অফরোডার XL750 Transalp। লেটেস্ট বাইকটি হোন্ডার অ্যাডভেঞ্চার লাইনআপের দ্বিতীয় বৃহত্তম এবং শক্তিশালী বাইক। বাইকটি ভারতের বাজারে প্রতিযোগিতায় নামবে BMW এর F 850 GS Adventure এর সাথে। দুই বাইকেই শক্তিশালী ইঞ্জিন এবং একগুচ্ছ ফিচারস রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন বাইক এগিয়ে, BMW F 850 GS নাকি হোন্ডার নতুন XL750 Transalp।Honda XL750 Transalp VS BMW F 850 GS, দুই বাইকের মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

BMW F 850 GS Adventure নিজের সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী বাইক। সেখানে BS 6 স্টেজের 853 সিসির লিকুইড-কুলড 4-ভালভ ইঞ্জিন রয়েছে। আর এই ইঞ্জিন মোট 94.5 bhp শক্তি এবং 92 Nm পিক টর্ক সরবরাহ করে। Honda XL750 Transalp বাইকে 755 সিসির লিকুইড-কুলড, 270-ডিগ্রি ক্র্যাঙ্ক প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 91bhp শক্তি এবং 75 Nm পিক টর্ক দেয়৷ দুটি ইঞ্জিনের সাথেই 6 গতির গিয়ারবক্স যুক্ত রয়েছে।

Honda XL750 Transalp VS BMW F 850 GS, দুই বাইকের মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

Honda XL750 Transalp বাইকের সামনে 21-ইঞ্চি এবং পিছনে 18-ইঞ্চির টিউব-টাইপ ওয়্যারে-স্পোক হুইল রয়েছে। BMW F 850 GS Adventure বাইকে সামনে 21-ইঞ্চি টায়ার আর পিছনে 17-ইঞ্চির ক্রস-স্পোক হুইল টিউবলেস টায়ার পাওয়া যায়। সাসপেনশনের ক্ষেত্রে হোন্ডার বাইকে আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং একটি প্রো-লিঙ্ক রিয়ার মনোশক সাসপেনশন রয়েছে। BMW এর বাইকে থাকছে ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড-অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক।Honda XL750 Transalp VS BMW F 850 GS, দুই বাইকের মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

Honda XL750 Transalp তে অল-এলইডি আলো, ব্লুটুথ সংযোগ সহ একটি 5-ইঞ্চি টিএফটি ডিসপ্লে, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম, স্লিপার ক্লাচ, রাইড-বাই-ওয়্যার, হোন্ডা টর্ক কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচারস। BMW F 850 GS Adventure-এও ওপরক্ত সমস্ত ফিচারস পাওয়া যায়। কিন্তু BMW বাইকে থাকছে 6.5-ইঞ্চি TFT ডিসপ্লে, এবং কিলেস রাইড এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারস। হোন্ডা এবং বিএমডব্লু উভয় বাইকেই ডুয়াল চ্যানেল ABS এবং একাধিক রাইডিং মোড পাওয়া যায়।

Honda XL750 Transalp VS BMW F 850 GS, দুই বাইকের মধ্যে কে এগিয়ে? পার্থক্য দেখে বিচার করুন

দাম: দামের দিক দিয়ে দুই অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে হোন্ডা সহজলভ্য। BMW F 850 GS Adventure-এর বর্তমান এক্স শোরুম দাম 13.75 লক্ষ টাকা। অন্যদিকে Honda Transalp বাইকটি লঞ্চ হয়েছে 11 লাখে। ফলে বাইকটি বেশ সাশ্রয়ী হয়ে ওঠে। দুই বাইকের মধ্যে 2.75 লক্ষ টাকার পার্থক্য Honda XL750 Transalp বাইকটিকে BMW এর বাইকের থেকে এগিয়ে রাখবে।

About Author