TRENDS
Advertisement

দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি, বাম্পার ছাড় এই গাড়িগুলোয় 

উৎসবের মরশুমে আরো সস্তায় কিনুন মারুতি সুজুকির গাড়ি, বড় ডিসকাউন্ট দিল কোম্পানি

Published By: Ritwik | Published On:

দীপাবলির মাত্র আর কটা দিনই বাকি। তার আগে নভেম্বর মাসের শুরুতেই বড়সড় ছাড়ের ঘোষণা মারুতি সুজুকির। Nexa ডিলারশি পের অধীনে যে সমস্ত গাড়ি রয়েছে সেখানে মিলবে এই ছাড়। অর্থাৎ স্টাইলিশ ইগ্নিস থেকে জনপ্রিয় ব্যালেনো, সিয়াজ ইত্যাদি গাড়িতে এই ছাড় মিলবে। দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি, বাম্পার ছাড় এই গাড়িগুলোয় 

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এবার ছাড়ের অংক বেড়েছে অনেকখানি। যেমন মারুতি ইগনিসে নগদ 35 হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া 30 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 10 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট৷ গাড়িটিকে অনেক সহজলভ্য করে তুলেছে। আবার Ignis এ বাম্পার অফার মিলছে। 

গ্ল্যামারাস Maruti Ignis Limited Edition গাড়ি এবার আরো সহজেই কিনতে পারেন। কারণ নগদ 5,000 (সিগমা SE ট্রিম) থেকে 15,500 (ডেল্টা SE ট্রিম) টাকার ছাড় দিচ্ছে মারুতি সুজুকি। এরপর আবার 30 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 10 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট৷ পেয়ে যাবেন। দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি, বাম্পার ছাড় এই গাড়িগুলোয় 

নীচে তালিকার মাধ্যমে পুরো অফার জানানো হলো:

গাড়ির মডেল 

নগদ ছাড়

এক্সচেঞ্জ বোনাস+ কর্পোরেট ডিসকাউন্ট 

Maruti IgnisRs. 35,000Up to Rs. 30,000 + up to Rs. 10,000
Maruti Ignis Limited Edition (Sigma SE)Rs. 5,000Up to Rs. 30,000 + up to Rs. 10,000
Maruti Ignis Limited Edition (Delta SE)Rs. 15,500Up to Rs. 30,000 + up to Rs. 10,000
Maruti Baleno (Alpha trim)Rs. 10,000Up to Rs. 25,000 + 0
Maruti Baleno (বাকি ভেরিয়েন্ট )Rs. 20,000Up to Rs. 25,000 + 0
Maruti CiazRs. 10,000Up to Rs. 30,000 + Rs. 3,000
Maruti Jimny (Zeta trim)Rs. 50,000Rs. 50,000 + 0
Maruti Jimny (Alpha trim)0Rs. 20,000 + 0

 

About Author