TRENDS
Advertisement

বর্তমান মডেলের তুলনায় আরও বিলাসবহুল, পরপর তিনটি নতুন মডেল নিয়ে আসছে Kia

খুব শীঘ্রই ভারতীয় বাজারে হিট করতে চলেছে ফেসলিফ্টেড কিয়া সনেট। সাথে রয়েছে আরও দুটি গাড়ি।

Published By: Ritwik | Published On:

খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে কিয়া-র নতুন আপডেটেড ফেসলিফ্ট। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং CEO Tae-Jin Park নিশ্চিত করেছেন যে, তার ব্র্যান্ড দেশীয় বাজারে আগামী তিন থেকে চার বছরে বৃদ্ধির গতিধারা অব্যাহত রাখার লক্ষ্যে SUV পরিসরকে একীভূত করতে চাইছে। সামগ্রিক যাত্রীবাহী যানবাহন বিভাগে SUV-এর বাজার ভাগ গত পাঁচ বছরে 24 শতাংশ থেকে 43 শতাংশে পৌঁছে গেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

উল্লেখ্য, কিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরের আশা, আগামী কয়েক বছরের মধ্যে বাজারে বিক্রিত মোট SUV-র 50 শতাংশ হবে তাদের গাড়ি। এইদিন তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার অটো মেজর আগামী বছর তিনটি নতুন প্রোডাক্ট লঞ্চ করার কথা ভাবছে। যার মধ্যে রয়েছে একটি ‘লোকালি ম্যানুফ্যাকচারড আরভি’। তবে সেডান বিভাগে পা রাখার যে কোনও ইচ্ছে তার নেই সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন।

বর্তমান মডেলের তুলনায় আরও বিলাসবহুল, পরপর তিনটি নতুন মডেল নিয়ে আসছে Kia

 

পার্ক আরও উল্লেখ করেছেন, “আমরা বিশ্বাস করি যে, ভারতে ইভি বাজার ICE গাড়িগুলিকে পুরোপুরি প্রতিস্থাপন করবে না। তবে, দেশে মোট ইভির সংখ্যা আমাদের এবং অন্যান্যদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ উপস্থাপন করবে।” কিয়া আশা করে যে, এই দশকের শেষ নাগাদ ভারতীয় অটো বাজার বার্ষিক পঞ্চাশ লক্ষ ইউনিটের পরিমাণে পৌঁছলে কিয়া আশা করে যে জিরো এমিশন যানবাহন PV বিক্রয়ের 20 শতাংশে অবদান রাখবে।

বর্তমান মডেলের তুলনায় আরও বিলাসবহুল, পরপর তিনটি নতুন মডেল নিয়ে আসছে Kia

টি জিন পার্কের ধারণা, IC ইঞ্জিনযুক্ত যানবাহনগুলি আরও দশ থেকে পনের বছর ইলেকট্রিক ভেহিকেলের সাথে সহাবস্থান করবে। কিয়ার ভারতীয় সফরের কথা বললে, ইতিমধ্যেই EV6 বৈদ্যুতিক ক্রশ ওভারের সাথে একটি সাফল্যের মুখ দেখেছে সংস্থাটি। খুব শীঘ্রই EV9 ফ্ল্যাগশিপ সেভেন-সিটার ই-SUV আনার পরিকল্পনা করছে সংস্থাটি।

এছাড়াও আগামী বছরের গোড়ার দিকেই ফেসলিফটেড সনেট চালু করা হবে। পাশাপাশি লাইনে রয়েছে কিয়ার নতুন কার্নিভালটি ফেসলিফ্ট। এই গাড়িটিও পরের বছরের মধ্যেই লঞ্চ হওয়ার কথা। এছাড়াও পাইপলাইনে রয়েছে একটি লোকালি ম্যানুফ্যাকচারড আরভি এবং AY কোডনামযুক্ত একটি কমপ্যাক্ট রাগড লুকিং SUV-এরও ভাবনাচিন্তা করা হয়েছে এবং এটি ICE এবং EV উভয় সংস্করণেই তৈরি হতে পারে।

About Author