TRENDS
Advertisement

সানি লিওনির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর’ এক গাড়ি, ছবি ও দাম দেখলে ভিরমি খেয়ে যাবেন

বলিসুন্দরী সানি লিওনির (Sunny Leone) গাড়ির শখের কথা অনেকেরই অজানা। কিন্তু তিনিও গাড়ির কালেকশনে কারোর চেয়ে কম জাননা। বিশেষ করে তার গ্যারেজের দিকে তাকালে চক্ষু ছানাবড়া হতে বাধ্য। সানির গ্যারেজে…

Published By: Ritwik | Published On:

বলিসুন্দরী সানি লিওনির (Sunny Leone) গাড়ির শখের কথা অনেকেরই অজানা। কিন্তু তিনিও গাড়ির কালেকশনে কারোর চেয়ে কম জাননা। বিশেষ করে তার গ্যারেজের দিকে তাকালে চক্ষু ছানাবড়া হতে বাধ্য। সানির গ্যারেজে রয়েছে Maserati থেকে Porsche এর speedster convertible গাড়ি! চলুন ঘুরে আসা যাক সানির গ্যারেজ থেকে।

১) BMW 7 Series : সানি লিওনির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর' এক গাড়ি, ছবি ও দাম দেখলে ভিরমি খেয়ে যাবেন
এটি একটি বিলাসবহুল গাড়ি। শহরের মধ্যেই কোথাও যাওযার প্রয়োজন পড়লে সানি এটি ব্যবহার করেন। বাজারে গাড়িটির দাম রয়েছে ১.৯৩ কোটি টাকা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

২) Audi A5 : সানি লিওনির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর' এক গাড়ি, ছবি ও দাম দেখলে ভিরমি খেয়ে যাবেনসস্তায় বিলাসবহুল গাড়ি অফার করে Audi। তাদের A5 মডেলটি ভারতের বাজারে বেশ বিখ্যাত। গাড়িটির দাম রয়েছে ৬০ লক্ষ টাকা থেকে ৭২ লক্ষ টাকার মধ্যে।

৩) Maserati Ghibli : সানি লিওনির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর' এক গাড়ি, ছবি ও দাম দেখলে ভিরমি খেয়ে যাবেনএই বিখ্যাত Maserati গাড়িটিও রয়েছে সানির গ্যারেজে। বাজারে এটি ১.১৫ কোটি মূল্যে উপলব্ধ। প্রতি ঘণ্টাতে ২৬৭ কিমি যেতে পারে গাড়িটি।

৪) Maserati Quattroporte : সানি লিওনির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর' এক গাড়ি, ছবি ও দাম দেখলে ভিরমি খেয়ে যাবেনড্যাশিং লুকের গাড়িটি সানির গ্যারেজের শোভাবর্ধন করছে। বিলাসবহুল এবং পারফর্ম্যান্সের যোগ্য মিলন এই গাড়ি। বাজারে সেটির দাম রয়েছে ২.১১ কোটি টাকা!

৫) Marcedes GL350D : সানি লিওনির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর' এক গাড়ি, ছবি ও দাম দেখলে ভিরমি খেয়ে যাবেনমার্সিডিজ বেঞ্জের এই SUV টিও সানি নিজের কাছে রেখেছেন। গাড়িটির বর্তমান দাম ৭০ লক্ষ টাকা।

About Author