
125 সিসি সেগমেন্টে একগুচ্ছ স্কুটার রয়েছে। সেগুলোর চাহিদাও বিরাট। তবে আজ যে স্কুটারের কথা বলছি তার ড্যাশিং লুক অবাক করবে আপনাকে। এই স্কুটার হলো সুজুকির Burgman। স্কুটারটি যেমন হাই এন্ড তেমনই ফিচার প্যাকড। পারফরম্যান্স থেকে স্টাইল, সমস্তই মজুদ সেখানে।
Suzuki Burgman Street 125 স্কুটারে 5.5 লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে। 58 কিমি মাইলেজের সাথে প্রায় 300 কিমি ছুটতে পারে স্কুটারটি। এপ্রন-মাউন্ট হেডলাইট গাড়িটির লুক বাড়িয়ে দেয়। চওড়া-ফুটবোর্ড সহ আরামদায়ক আসন রয়েছে। আসনটি কিছুটা চওড়া এবং আরামদায়ক ডিজাইনের সাথে আসে। 13টি রঙের বিকল্প সহ তিনটি ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায় স্কুটারকে।
Burgman Street 125 এ রয়েছে একটি 124 cc হাই পারফরমেন্স ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 8.58 bhp শক্তি এবং 7.80 Nm পিক টর্ক জেনারেট করে। স্কুটারে স্টাইলিশ অ্যালয় হুইল দেওয়া হয়েছে যা সেটির লুক আরও আকর্ষণীয় করে তোলে। Burgman এর সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে। এই দুইয়ে মিলে শক্তিশালী কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে।
স্কুটারটির মোট ওজন 110 কেজি। সেখানে পাবেন স্পিডোমিটার, হ্যান্ডেলবার, এপ্রন-ইন্টিগ্রেটেড ফ্রন্ট টার্ন ইন্ডিকেটর। Burgman 125 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 95802 টাকা থেকে। হিট শিল্ড প্রটেকশন রয়েছে সুজুকির এই স্কুটারে।