Read In
Whatsapp
Electric Vehical

121 কিমি রেঞ্জ সহ সস্তায় দুর্দান্ত EV স্কুটার লঞ্চ করল Ampere, দাম কম কিন্তু ফিচার্স সেরা

বৈদ্যুতিক স্কুটারের বাজারে দারুণ ক্রেজ রয়েছে। সেখানে নানান নতুন এবং আধুনিক ই স্কুটার লঞ্চ হয়েছে। সম্প্রতি Magnus EX নামের একটি স্কুটার দারুণ হাইপ তৈরি করেছে। সেগমেন্টের একটি শক্তিশালী স্কুটারে পরিণত হয়েছে এটি। চলুন Ampere এর এই স্কুটারের ফিচারস এবং দাম দেখে নেওয়া যাক।

Ampere Magnus EX এর সর্বোচ্চ গতি 50 কিমি/ঘন্টা। স্কুটারটির প্রারম্ভিক এক্স শোরুম দাম 98,900 টাকা। স্কুটার একবার সম্পূর্ণ চার্জ হলে মোট 121 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। কারণ সেখানে রয়েছে 2.29kwh এর শক্তিশালী ব্যাটারি। যে দাম এবং বাজেটে magnus লঞ্চ হয়েছে তা অন্যান্য ই স্কুটারকে ভারী টক্কর দেয়।

Magnus EX একটি ভেরিয়েন্ট এবং পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। স্মার্ট ফিচারস সহ সমস্ত উন্নত বৈশিষ্ট্য রয়েছে সেখানে। মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জও হয়ে যায়। হ্যালোজেন হেডলাইট, টেল ল্যাম্প এবং ব্লিঙ্কার সহ টিউবলেস টায়ার রয়েছে উচ্চ গতির স্কুটারে।

শক্তিশালী 2400 ওয়াটের মোটর মাত্র 10 সেকেন্ডে 0 থেকে 40 kmph গতিতে পৌঁছে যায়। রয়েছে কি-লেস অ্যাক্সেস, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে দুটি কয়েল শক সাসপেনশন। বড় আকারের টায়ারের সহ অ্যালয় হুইল এবং একটি বড় হ্যান্ডেল বার। Ampere Magnus EX এর দুটি রাইডিং মোড রয়েছে, ইকো এবং ক্রুজ। পছন্দমত রাইডিং মোড সিলেক্ট করে আরামসে স্কুটার চালাতে পারেন আপনি।

Back to top button