TRENDS
Advertisement

Hero Karizma XMR Vs Bajaj Pulsar 220F, ফিচার্সের বিচারে কে এগিয়ে? দেখে নিন এক ক্লিকে

জোর প্রতিযোগিতা Hero Karizma XMR এবং Bajaj Pulsar 220F এর মধ্যে। দুই বাইকেই রয়েছে একাধিক শক্তিশালী ফিচারস কিন্তু এগিয়ে কে? এই জানাতে আমরা নিয়ে এলাম দুই বাইকের বিশেষ দ্বন্দ্বযুদ্ধ। চলুন…

Published By: Ritwik | Published On:

জোর প্রতিযোগিতা Hero Karizma XMR এবং Bajaj Pulsar 220F এর মধ্যে। দুই বাইকেই রয়েছে একাধিক শক্তিশালী ফিচারস কিন্তু এগিয়ে কে? এই জানাতে আমরা নিয়ে এলাম দুই বাইকের বিশেষ দ্বন্দ্বযুদ্ধ। চলুন দেখে নেওয়া যাক কে এগিয়ে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Pulsar 220F

Hero Karizma XMR Vs Bajaj Pulsar 220F, ফিচার্সের বিচারে কে এগিয়ে? দেখে নিন এক ক্লিকে

220 সিসির সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 20bhp শক্তি এবং 18.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে সেটি। নতুন BS6 ফেজ-2 RDE নিয়ম অনুসারে আপডেটও করা হয়েছে এটিকে।

Hero Karizma XMR Vs Bajaj Pulsar 220F, ফিচার্সের বিচারে কে এগিয়ে? দেখে নিন এক ক্লিকে

Pulsar এর নতুন বাইকটি লেটেস্ট E-20 পেট্রোলে চলতেও সক্ষম। আর আপনি এখানে 40 kmpl এর মাইলেজ দেখতে পেয়ে যাবেন। অ্যানালগ ডায়াল, ফুয়েল লেভেল ইন্ডিকেটর, স্পিডোমিটার এবং একটি ডিজিটাল স্ক্রিন সহ একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে। বাইকটির এক্স শোরুম দাম 1.40 লক্ষ টাকা।

Hero Karizma XMR

Hero Karizma XMR Vs Bajaj Pulsar 220F, ফিচার্সের বিচারে কে এগিয়ে? দেখে নিন এক ক্লিকে

হিরোর বাইকে পেয়ে যাবেন 210 সিসি সিঙ্গেল লিকুইড কুলড ইঞ্জিন। বাইকটি সর্বোচ্চ 25.5 পিএস শক্তি এবং 20.4 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সাথে পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স। সামনের এবং পেছনের দুই চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাইকটির এক্স-শোরুম রয়েছে 1.80 লাখ টাকা। Hero Karizma XMR Vs Bajaj Pulsar 220F, ফিচার্সের বিচারে কে এগিয়ে? দেখে নিন এক ক্লিকে

সর্বোচ্চ 140 কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। এতে পেয়ে যাবেন LED লাইট। বাইকটির সামনের দিকে রয়েছে একটি উইন্ডশিল্ড প্রোটেকশন। এটি আপনি আপনার ইচ্ছেমত বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। পাশাপাশি আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে থাকছে স্মার্টফোন কানেকশন। আপাতত লাল, হলুদ এবং কালো রঙের অপশন উপলব্ধ রয়েছে।

About Author