গাড়ি বা বাহন বহু সময় আমাদের কাছে অপরিহার্য হয়ে ওঠে। বহু সময় ধরে উন্নত পারফরম্যান্সের কারণে গাড়িগুলো হৃদয়ের খুব কাছের হয়ে পড়ে। এরকমই একটি গাড়ি Swift। বহু বছর ধরে গাড়ির মালিকদের সাথে থাকার কারণে গাড়িটি নিয়ে নস্টালজিয়া তৈরি হয়েছে। ভারতের প্রায় প্রতিটি গ্যারেজে অন্তত একটি Swift দেখা যাবেই। বর্তমানে তাই Swift পরিবারের জন্য আদর্শ একটি গাড়িতে পরিণত হয়েছে।
Maruti Suzuki Swift এমন একটি গাড়ি যা টানা 18 বছর ধরে বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের সাথেই উপলব্ধ এই গাড়ি। মে 2005 সালে প্রথমবার সেটি লঞ্চ হয়, এরপর খুব দ্রুত সেটি জনপ্রিয়তা অর্জন করে। বছরের পর বছর ধরে, জনসাধারণের সুবিধার জন্য ক্রমাগত উন্নত ফিচারস এসেছে গাড়িতে।
যদিও ডিজেল ভেরিয়েন্টটি বন্ধ হয়ে গিয়েছে কিন্তু পেট্রোল এবং সিএনজি মডেলগুলি এখনও বাজারে উপলব্ধ। যুক্তিসঙ্গত দামের কারণে গাড়িটি ব্যাপকভাবে জনপ্রিয়। সম্প্রতি জাপানিজ অটো শো-তে সুইফটের নতুন মডেল উন্মোচিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, গাড়িতে বেশ বড় পরিবর্তন এসেছে। নতুন ইঞ্জিন সহ একাধিক নতুন ফিচারস রয়েছে Swift এ।
নতুন Maruti Suzuki Swift প্রদর্শন করা হলেও সমস্ত বিবরণ প্রকাশ্যে আনেনি কোম্পানি। তবে এটুকু জানা যাচ্ছে যে, হাইব্রিড ইঞ্জিনের সাথে আসবে নতুন Swift। শক্তিশালী এবং হালকা হাইব্রিড উভয় বিকল্পেই পাওয়া যাবে। নতুন পরিবর্তন গাড়ির কার্যক্ষমতাকেও আরো ব্যাপকভাবে উন্নত করবে। সাথে গাড়িটির মাইলেজ দ্বিগুণ হবে বলেও খবর।
নতুন Swift এ যেমন 40 কিমির মাইলেজ পাওয়া যাবে তেমনই সেখানে উন্নত সুরক্ষা ব্যবস্থা থাকছে। জানা যাচ্ছে নতুন Swift এ ছয়টি এয়ারব্যাগ, ABS, EBD এর মত ফিচারস সহ ADAS ফিচারসও থাকছে। উল্লেখ্য, ADAS ফিচারস থাকলে এটি দেশের প্রথম হ্যাচব্যাক হতে চলেছে যেখানে এই ফিচারস রয়েছে। তবে এত আপগ্রেডের কারণে Swift এর দাম বাড়বে কিছুটা। খবর অনুযায়ী বর্তমান মডেলের চেয়ে বেশ কিছুটা দাম বাড়বে নতুন Swift এর।