TRENDS
Advertisement

ব্যপক ছাড় মিলছে Harley Davidson বাইকে, এক ধাক্কায় দাম কমল 5 লাখ টাকা! সুযোগ মিস করবেন না

উৎসবের মরশুমে বাড়ি আনুন নতুন Harley Davidson, এবার আরো সস্তায় কিনুন নতুন বাইক

Published By: Ritwik | Published On:

চলে এসেছে উৎসবের মরশুম। আর এসময় বিক্রি বাটা বেড়ে যায় অনেকখানি। গ্রাহকদের প্রলুব্ধ করতে নানান কোম্পানি নানান অফার নিয়ে আসে বাজারে। আজ আমরা Harley Davidson এর Festive offer সম্পর্কে জানাতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক আমেরিকান বাইক জায়ান্ট কেমন অফার দিচ্ছে পুজোর মরশুমে। ব্যপক ছাড় মিলছে Harley Davidson বাইকে, এক ধাক্কায় দাম কমল 5 লাখ টাকা! সুযোগ মিস করবেন না

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমেই জানিয়ে দিই Harley Davidson মোট চারটি বাইকের ওপর এই অফার দিচ্ছে। এগুলো হলো Pan America 1250 Special, Sporster S, Nightster Special এবং Nightster। এই চার বাইকেই সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন বাইকে কত ছাড় পাওয়া যাচ্ছে।

Harley Davidson Nightster ব্যপক ছাড় মিলছে Harley Davidson বাইকে, এক ধাক্কায় দাম কমল 5 লাখ টাকা! সুযোগ মিস করবেন না
এক্স-শোরুম দাম – 17.63 লক্ষ টাকা।
5.25 লক্ষ টাকা ছাড়ের পর বর্তমান দাম 12.24 লক্ষ টাকা।

Harley Davidson Nightster Special ব্যপক ছাড় মিলছে Harley Davidson বাইকে, এক ধাক্কায় দাম কমল 5 লাখ টাকা! সুযোগ মিস করবেন না
এক্স-শোরুম দাম – 18.29 লক্ষ টাকা।
এই বাইকে ছাড়ের পরিমাণ 5.3 লক্ষ টাকা। বর্তমানে মাত্র 12.99 লাখ দিয়েই বাইকটি বাড়ি আনতে পারেন।

Harley Davidson Sportster S ব্যপক ছাড় মিলছে Harley Davidson বাইকে, এক ধাক্কায় দাম কমল 5 লাখ টাকা! সুযোগ মিস করবেন না
এক্স-শোরুম দাম – 18.79 লক্ষ টাকা।
3.25 লক্ষ টাকা ছাড়ের পর মাত্র 15.54 লাখ টাকা দাম রয়েছে এই বাইকের।

Harley Davidson Pan America 1250 Special 2023 ব্যপক ছাড় মিলছে Harley Davidson বাইকে, এক ধাক্কায় দাম কমল 5 লাখ টাকা! সুযোগ মিস করবেন না
এক্স-শোরুম দাম – 24.49 লক্ষ টাকা।
এই বাইকেও 3.25 লক্ষ টাকা ছাড় দিচ্ছে Harley Davidson। বর্তমান এক্স শোরুম দাম পড়বে 21.24 লক্ষ টাকা।

About Author