TRENDS
Advertisement

KTM 390 Duke Vs Suzuki Gixxer 250, কোন বাইকটি সেরা? দাম এবং ফিচারস দেখে নিজে বিচার করুন

এসে গেল নতুন 390 Duke, পিছিয়ে নেই Gixxer, তুলনায় কে এগিয়ে দেখে নিন

Published By: Ritwik | Published On:

KTM সম্প্রতি তাদের নতুন Duke সিরিজের বাইক নিয়ে হাজির হয়েছে। 390 Duke এই মুহুর্তে কোম্পানির flagship product। নজরকাড়া ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন দিয়েছে KTM। কিন্তু 390 Duke কে বড় চ্যালেঞ্জ জানাবে Gixxer। তাদের SF 250 বাইকটিও প্রতিযোগিতায় বিন্দুমাত্র পিছিয়ে নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক দুই বাইকের মধ্যে কে সেরা। KTM 390 Duke Vs Suzuki Gixxer 250, কোন বাইকটি সেরা? দাম এবং ফিচারস দেখে নিজে বিচার করুন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন:
KTM Duke- 390 Duke এ 399 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ 46 PS শক্তি এবং 39 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম 250 Duke এর ইঞ্জিন। 6 গতির ট্রান্সমিশনের সাথে আসে সেটি।

Suzuki Gixxer 250- এখানেও 249 সিসির ইঞ্জিন পাওয়া যায়। আর সেটি সর্বোচ্চ 26.13 hp শক্তি এবং 22.2 Nm টর্ক তৈরি করতে পারে। এখানেও 6 গতির ট্রান্সমিশন পাওয়া যায়।

KTM 390 Duke Vs Suzuki Gixxer 250, কোন বাইকটি সেরা? দাম এবং ফিচারস দেখে নিজে বিচার করুন

তুলনা করলে দেখা যায় KTM বাইকটি Gixxer এর থেকে অনেক বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। কেটিএম ডিউক সর্বোচ্চ 155 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম, কিন্তু টপ স্পিডে পিছিয়ে নে সুজুকি গিক্সার। সেটি মোট 150 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে।

ফিচার্স:
KTM Duke- এই বাইকে রাইড বাই রাইড ওয়্যার থ্রটেল সিস্টেম সহ স্লিপার ক্লাচ, কুইক শিফটার, 5 ইঞ্চি TFT স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং মিউজিক কন্ট্রোলের মতো ফিচারস দেখতে পাওয়া যায়। হেদল্যাম্প এবং টেল ক্যাম্পে ব্যবহার করা হয়েছে শক্তিশালী LED আলো। ডুয়াল চ্যানেল ABS সহ রিয়ার মনো শক সাসপেনশন পাওয়া যায়।

KTM 390 Duke Vs Suzuki Gixxer 250, কোন বাইকটি সেরা? দাম এবং ফিচারস দেখে নিজে বিচার করুন

Suzuki Gixxer 250- KTM এর মত এখানেও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল ডিস্ক ব্রেক এবং LED লাইট দেখা যায়। তবে ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যায়না এখানে।

দাম:
KTM- 390 ডিউকের এক্স শোরুম দাম রয়েছে 3.10 লাখ টাকা।

KTM 390 Duke Vs Suzuki Gixxer 250, কোন বাইকটি সেরা? দাম এবং ফিচারস দেখে নিজে বিচার করুন

Suzuki Gixxer 250-বাইকের শক্তি এবং ফিচারস যেমন কম তেমনই বাইকটি বেশ সস্তায় কিনতে পারেন আপনি। কারণ Gixxer 250 এর এক্স শোরুম দাম রয়েছে 1.82 লাখ থেকে 1.98 লাখ টাকা।

About Author