TRENDS
Advertisement

MG Comet নাকি TATA Tiago, কোন গাড়িটি কিনবেন আপনি? পার্থক্য দেখে নিজে বিচার করুন

বাজারে বেশ ভালই ঝড় তুলেছে MG Comet, পিছিয়ে নেই Tata Tiago কিন্তু আপনি কোন গাড়িটি কিনবেন?

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা যেমন বেড়েছে তেমনি তেলের দাম বাড়ার কারণেও প্রতিমাসে খরচের অংক বাজেট ছড়িয়ে যাচ্ছে। কিন্তু চিন্তা নেই, নীচে কিছু ইলেকট্রিক গাড়ির বিষয়ে জানাতে চলেছি সেগুলো কিনতে পারেন আপনি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

১) টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV) : সুরক্ষার ক্ষেত্রে Tiago সেরা গাড়ি। মাত্র 8.69 লক্ষ টাকা থেকে এটির দাম শুরু হচ্ছে। সবচেয়ে দামী ভার্সনের দাম 11.99 লক্ষ টাকা। আর বিভিন্ন ভার্সনের মধ্যে দুইখানা ব্যাটারি প্যাক রয়েছে, সেগুলো হলো 19.2kWh এবং 24kWh। সেগুলোর রেঞ্জ রয়েছে 250 কিমি এবং 315 কিমি পর্যন্ত। MG Comet নাকি TATA Tiago, কোন গাড়িটি কিনবেন আপনি? পার্থক্য দেখে নিজে বিচার করুন

২) এমজি কমেট (MG Comet) : দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এসেছে MG মোটরসের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি। আজই লঞ্চ হয়েছে MG Comet EV। গাড়িটিতে রিয়েছে সর্বাধুনিক ফিচার, অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত ড্রাইভিং ব্যবস্থা। আকর্ষণীয় লুক এবং বক্সি ডিজাইনের সাথে এই মিনি ইলেকট্রিক গাড়িটি মানুষের মধ্যে ভালই ক্রেজ তুলেছে।

MG Comet নাকি TATA Tiago, কোন গাড়িটি কিনবেন আপনি? পার্থক্য দেখে নিজে বিচার করুন

MG মোটরস এর এই গাড়িটিও বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে বাজারে। এখানে 17.3kWh এর ব্যাটারি প্যাক রয়েছে যা 230 কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। 7 ঘণ্টার মধ্যেই চার্জও হয়ে যায় গাড়িটি। 42PS শক্তির সাথে গাড়িটির দাম শুরু হচ্ছে 7.97 লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ ভার্সনের দাম 9.98 লক্ষ টাকার মধ্যে।

About Author