TRENDS
Advertisement

সুপার পারফরম্যান্স দেবে Super Splendor-র লেটেস্ট ভার্সন, হিরোর এই বাইক টেক্কা দেবে Pulsar-কেও

Hero motocorp এর লাইনআপে বেশ কয়েকটি জনপ্রিয় বেস্ট সেলিং বাইক রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত Super Splendor। Hero তাদের Super Splendor এর লেটেস্ট Xtec ভার্সন লঞ্চ করেছে। যা বেশ সাশ্রয়ী…

Published By: Ritwik | Published On:

Hero motocorp এর লাইনআপে বেশ কয়েকটি জনপ্রিয় বেস্ট সেলিং বাইক রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত Super Splendor। Hero তাদের Super Splendor এর লেটেস্ট Xtec ভার্সন লঞ্চ করেছে। যা বেশ সাশ্রয়ী মূল্যে নতুন প্রযুক্তি এবং আধুনিক বৈশিষ্ট্য অফার করে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

125 সিসি সেগমেন্টে Super Splendor Xtec বাইকটির জনপ্রিয়তা বেড়েছে অনেকখানি। ইঞ্জিন যেমন শক্তিশালী তেমনই দুর্দান্ত ডিজাইন পাবেন বাইকে। মাইলেজও মন্দ নয়, দামের হিসেবে বেশ উন্নত প্রমাণিত হয়েছে Splendor Xtec বাইকটি।

সুপার পারফরম্যান্স দেবে Super Splendor-র লেটেস্ট ভার্সন, হিরোর এই বাইক টেক্কা দেবে Pulsar-কেও

Hero Super Splendor Xtec উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং একটি ডিজিটাল ডিসপ্লে সহ বেশ কয়েকটি অত্যাধুনিক ফিচারসের সাথে আসে। উল্লেখ্য , Xtec ব্যাজ থাকলেও বাইকে টার্ন-বাই-টার্ন নেভিগেশনের অভাব রয়েছে। বাইকে অবশ্য নতুন ডিজাইন রয়েছে আর সেখানে আপডেটেড বিল সহ লম্বা আসন দিয়েছে Hero।

Hero Super Splendor Xtec বাইকে পাঁচ-গতির গিয়ারবক্স সহ 125সিসি লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 7,500rpm-এ 10.7bhp শক্তি এবং 6,000rpm-এ 10.6Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড সুপার স্প্লেন্ডার মডেলের মতোই। 68 কিলোমিটার মাইলেজ পাওয়া যায় এই বাইকে।

About Author