মোটরবাইক বা গাড়ির কার্যকারিতা দিন দিন বেড়ে চলেছে। গণপরিবহনে ভিড় বেড়ে চলার কারণে অনেকেই সেই মাধ্যমকে এড়িয়ে চলতে চাইছেন। এক্ষেত্রে অবশ্য নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে গাড়ির প্রাচুর্যতা না থাকায় দুই চাকাই বাহন হয়ে ওঠে। কিন্তু সস্তায় সেরা মাইলেজ পাওয়া যায় কোন গাড়িগুলোয় তাই দেখে নিন এখানে।
Hero Splendor Plus: Hero এর এই বাইকে রয়েছে দারুণ মাইলেজ। 97 সিসির ইঞ্জিন মোট 8 hp শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করে। 4 গতির গিয়ারবক্স সহ বাইকের মাইলেজ রয়েছে 80kmpl। Splendor Plus এর এক্স শোরুম দাম 77,986 টাকা।
Bajaj CT 110: শুধু তেল খরচ নয়, এই গাড়ি আপনার পকেটের খেয়াল রাখে সমস্ত দিক দিয়ে। অন্যান্য বাইকে যেখানে মেন্টেন্যানস খরচ অনেকটাই বেশি এক্ষেত্রে সেটা প্রায় নেই বললেই চলে। 110 সিসির এয়ারকুলড ইঞ্জিনের সাথে 4 স্পিডের গিয়ারবক্স উপস্থিত গাড়িটিতে। প্রতি লিটারে 70 কিমি ছুটতে পারে CT 110। গাড়িটির বাজারমূল্য রয়েছে 69,216 টাকা।
TVS Star City Plus: TVS এর এই বাইক মাইলেজের দিক দিয়ে সেরা। কারণ TVS Sport প্রতি লিটারে 83.09 কিমি ছুটতে সক্ষম। 110 সিসির ইঞ্জিন 8 hp শক্তি এবং 8.7 Nm টর্ক তৈরি করে। 4 গতির গিয়ারবক্স সহ TVS Star City Plus এর দাম রয়েছে 77,770 টাকা থেকে 80,920 টাকা।
Bajaj Platina 100: CT সিরিজের মতোই বাজাজের আরেকটি মাইলেজ বাইক সিরিজ Platina। জনপ্রিয় প্ল্যাটিনা 100 যেমন দারুণ পারফরম্যান্স দেয় তেমনই দেখতে। আবার মেইনটেনেন্স খরচও বেশ কম। 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 7.8 hp শক্তি এবং 8.3Nm টর্ক তৈরি করে। 70 কিমি মাইলেজ পাওয়া যায় এই বাইকে।
Hero HF Deluxe: Hero এর আরেকটি সেরা বাইক HF Deluxe। হাল্কা ওজনের বাইক যেমন 70 কিমি মাইলেজ দেয় তেমনই সহজলভ্য 60,000 থেকে 68,768 টাকা এক্স শোরুম দামে বাইকগুলো কিনতে পারেন আপনি। উল্লেখ্য HF Deluxe এ 97 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।