![](https://autoscoop.in/wp-content/uploads/2023/10/maruti-cars.jpg)
উৎসবের মরশুম মানেই আনন্দের সময়। আর এই সময় কেনাকাটার বহরও বেড়ে যায় বহুখানী। দুর্গাপুজো পেরিয়েছে সদ্যই, সামনেই দীপাবলি। আসন্ন সময়ে গাড়ি কেনার কথা ভাবলে একদম সঠিক সময় সেটি। একগুচ্ছ অফার নিয়ে হাজির নানান কোম্পানি। আজ এখানে আমরা জানাবো পারিবারিক গাড়িগুলোর মধ্যে আপনার জন্য সেরা অফার কোনগুলো।
1. Maruti Suzuki S-Presso
VXi Plus – 6.10 লক্ষ টাকা
VXi(O) AMT – 6.39 লক্ষ টাকা
LXi S-CNG – 6.55 লক্ষ টাকা
Maruti Suzuki S-Presso একটি হ্যাচব্যাক, সেখানে SUV-এর স্টাইল দেখতে পাবেন আপনি। গাড়িতে 1.0-লিটার NA ইঞ্জিন রয়েছে যা 68 PS শক্তি এবং 90 Nm টর্ক উৎপন্ন করে। 5-গতির ম্যানুয়াল বা 5-গতির AMT এর সাথে আসে গাড়িটি।
2. Maruti Suzuki Celerio
LXi – 5.9 লক্ষ টাকা
VXi – 6.45 লক্ষ টাকা
মারুতি সুজুকি সেলেরিও একটি বাজেট প্রিমিয়াম হ্যাচব্যাক। সম্প্রতি সেটির Xtra ভার্সন লঞ্চ হয়েছে। গাড়িটির আকার, পারফর্ম্যান্স এবং দাম Alto এবং WagonR-এর মধ্যে পড়ে৷ Celerio তে একটি 1.0-লিটার ইঞ্জিন দিয়ে রয়েছে যা 5-স্পীড ম্যানুয়াল বা 5-স্পীড AMT এর সাথে 67 PS শক্তি এবং 89 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
3. Maruti Suzuki WagonR
LXi – 6.13 লক্ষ টাকা
VXi – 6.61 লক্ষ টাকা
শহুরে যাতায়াতের ক্ষেত্রে WagonR সবচেয়ে উপযোগী। 7 আসনের গাড়িটি ছোট থেকে মিডিয়াম পরিবারের জন্য আদর্শ। 2টি ইঞ্জিন বিকল্পের সাথে আসে গাড়িটি। একটি হলো 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন যা 67 PS শক্তি এবং 89 Nm টর্ক উৎপন্ন করে। অন্যটি CNG যা 57 PS শক্তি এবং 82 Nm টর্ক উৎপন্ন করে। দুটি গাড়িতেই 5-স্পীড ম্যানুয়াল বা 5-স্পীড AMT এর সাথে আসে।
4. Renault Kwid Climber
দাম- 6.58 লক্ষ টাকা
Kwid Climber সবচেয়ে ছোট SUV। Renault এই দুর্দান্ত গাড়ির জন্য 50,000 টাকা ছাড় সহ গাড়িটি বিক্রি করছে। 800cc ইঞ্জিন সহ Renault Kwid এ 1.0-লিটার ইঞ্জিনের সাথে থাকছে। এই ইঞ্জিন মোট 67bhp শক্তি এবং 91Nm টর্ক উৎপন্ন করে।