দেশের শীর্ষ গাড়ি বিক্রেতা Maruti Suzuki। শীর্ষ 10টি বিক্রি হওয়া গাড়ির 8টিই তাদের দখলে। এদের মধ্যেও আবার টপ পজিশনে রয়েছে নয়া Swift। মাইলেজ থেকে ফিচারস সহ একাধিক যুক্তি সঙ্গত কারণেই গাড়িটি আজও সাধারণের ভারী পছন্দের। এতদিন বাজারে Swift এর Petrol এবং CNG ভার্সন বিক্রি হলেও এনার নতুন Maruti Suzuki Swift আসছে Hybrid প্রযুক্তির সাথে।
Maruti তাদের ইলেকট্রিক গাড়ি এখনো লঞ্চ করতে পারেনি। যদিও কয়েকদিন আগে Auto Expo তে তাদের eVX গাড়িটির প্রদর্শন করেছে। বাস্তবে এখনো অধরা রয়েছে সেটি। কিন্তু Hybrid Technology এর সাথে Swift এর নয়া ভেরিয়েন্ট লঞ্চ করছে Suzuki Motors। 40 কিমি মাইলেজ সহ একাধিক উন্নত ফিচারস গাড়িটিকে বাকিদের থেকে আলাদা করে তোলে।
জাপান মোবিলিটি শো 2023 এ টোকিও বিগ সাইটে নতুন প্রজন্মের সুইফট উন্মোচন করেছে সুজুকি। চতুর্থ প্রজন্মের সুইফট ভিতরে এবং বাইরে অনেক পরিবর্তন এসেছে। গাড়িটি ভারতের বাজারে আসবে আগামী 2024 সালের প্রথমার্ধের দিকে। সেখানে L-আকৃতির LED ডেটাইম রানিং লাইটের সাথে স্লিকার LED হেডলাইট, আপডেটেড ক্ল্যামশেল বনেট সহ একটি নতুন হেক্সাগোনাল গ্রিল, নতুন ফগ ল্যাম্প সহ সামনের বাম্পার, বিস্তৃত এয়ার-ফ্লো এন্ট্রি, নতুন ডিজাইনের ডুয়াল-টোন অ্যালয় হুইল দেখা যাবে সেখানে।
40 কিমি মাইলেজের সাথে আসবে গাড়িটির পেট্রোল ভার্সন। জানা যাচ্ছে যে, Red Accent, Sports seat এবং অত্যাধুনিক ড্যাশবোর্ডের মতো ফিচারস থাকছে সেখানে। এসমস্ত ফিচারস গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। হাইব্রিড প্রযুক্তি থাকার কারণে সেখানে চমৎকার মাইলেজ এবং ফিচারস থাকছে। কম খরচেই মিলবে এই মডার্ন গাড়িটি। উন্নত নিরাপত্তার জন্য Heartect আর্কিটেকচারকে আরো শক্তিশালী করা হবে।
নতুন Swift Hybrid এ থাকছে শক্তিশালী 1.2-লিটার তিন সিলিন্ডার ইঞ্জিন। যা 35 কিমি মাইলেজ দেবে। এছাড়া ADAS ফিচারসও দেখা যাবে গাড়িতে। পেট্রোল ইঞ্জিনের সাথে বৈদ্যুতিক গাড়ির সমস্ত ফিচারসও দেখা যাবে সেখানে। তবে নতুন Swift আগের থেকে বেশ অনেকখানি দামী হবে। Swift এর বর্তমান দাম রয়েছে 6 থেকে 6.5 লক্ষ টাকা। কিন্তু Maruti Swift Hybrid এর এক্স শোরুম দাম 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে।