TRENDS
Advertisement

বাজারে চলে এল তুখোড় এই ই-বাইক, একবার চার্জ করলেই দৌড়াবে 150 KM!

চিন্তা নেই মাইলেজের, নতুন স্কুটার এক চার্জে ছুটবে বহুদূর

Published By: Ritwik | Published On:

সদ্যই ভারতে নতুন একটি ইলেকট্রিক বাইক লঞ্চ হয়েছে। নতুন এই ই-স্কুটারের চাহিদাও অনেকখানি বেশী। mXmoto নামের এক কোম্পানি তাদের লেটেস্ট mX9 বাইকটি পোর্টফোলিওতে যোগ করেছে। বাজারের অন্যান্য ই-স্কুটার এবং বাইকের সাথে এই বাইকের স্টাইলিশ ডিজাইন মোটেই কম যায়না। বাজারে চলে এল তুখোড় এই ই-বাইক, একবার চার্জ করলেই দৌড়াবে 150 KM!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

mXmoto তাদের লেটেস্ট mX9 বাইকটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করবে। ভিন্ন ভিন্ন ব্যাটারি প্যাক এবং রাইডিং রেঞ্জ থাকার কারণে বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যাবে। এর মধ্যে ছোট ব্যাটারি প্যাক সহ বাইকটি একবার চার্জে 80 কিলোমিটার যেতে পারে। এই স্কুটারের এক্স-শোরুম দাম 1,20,999 টাকা। অন্যদিকে বড় ব্যাটারি প্যাক সহ ভেরিয়েন্টটি একবার চার্জে 120 কিমি থেকে 148 কিমি যেতে সক্ষম। এই বাইকের এক্স-শোরুম দাম 1,45,999 টাকা।

বাজারে চলে এল তুখোড় এই ই-বাইক, একবার চার্জ করলেই দৌড়াবে 150 KM!

mX9 বাইকে TFT স্ক্রিন, অনবোর্ড নেভিগেশন, ব্লুটুথ কলিং সাপোর্ট, ক্রুজ কন্ট্রোল, রিভার্স অ্যাসিস্ট, LED লাইটিং এবং একটি স্ব-নির্ণয় সিস্টেমের মতো প্রিমিয়াম ফিচারস পাওয়া যায়। সামনে ডিস্ক ব্রেক এবং কনট্রাস্ট স্টিচিংও অফার করে mX9। ই-বাইকে একটি 3000-ওয়াটের BLDC বৈদ্যুতিক মোটর হাব ইউনিট রয়েছে।

বাজারে চলে এল তুখোড় এই ই-বাইক, একবার চার্জ করলেই দৌড়াবে 150 KM!

বাইকে থাকছে LED ডে টাইম রানিং ল্যাম্প, অ্যাডাপটিভ লাইটিং এবং 3 রকমের আলোক ক্ষমতার সাথে আসে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রেকিং ফিচারসও এখানে পাবেন আপনি। বাইকটির ব্যাটারি LiFePO4 ব্যাটারি দিয়ে সজ্জিত, যা বিশ্বব্যাপী চমৎকার গুণমান, দক্ষতা এবং কর্মক্ষমতার জন্য পরিচিত। বাজারে এই বাইকটি Kratos, Revolt RV400 এবং Hope Oxo এর সাথে প্রতিযোগিতা করবে।

About Author