TRENDS
Advertisement

নতুন বাইক লঞ্চ করেছে Hero, মাত্র 75 হাজারেই মিলবে 70 কিমি মাইলেজের এই বাইক

সম্প্রতি বাজারে নতুন বাইক লঞ্চ করেছে Hero Motocorp। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বাইক নিয়ে এসেছে তারা। Passion সিরিজের নতুন Passion XTEC বাইক নিয়ে এসেছে তারা। বাইকটি লঞ্চ করে প্রতিযোগিতায় বেশ খানিকটা…

Published By: Ritwik | Published On:

সম্প্রতি বাজারে নতুন বাইক লঞ্চ করেছে Hero Motocorp। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বাইক নিয়ে এসেছে তারা। Passion সিরিজের নতুন Passion XTEC বাইক নিয়ে এসেছে তারা। বাইকটি লঞ্চ করে প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছে Hero। যেমন ড্যাশিং লুক তেমনই দূর্দান্ত ইঞ্জিন রয়েছে সেখানে। নতুন বাইক লঞ্চ করেছে Hero, মাত্র 75 হাজারেই মিলবে 70 কিমি মাইলেজের এই বাইক

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বাইকটির ইউনিক ফিচারস প্রতিযোগীদের মধ্যে আলাদা করে তুলেছে Hero Passion XTEC কে। বাইকের মাইলেজ এবং ইঞ্জিন উল্লেখ করার মতো, কারণ ইঞ্জিন শক্তিশালী হওয়ার সাথে সাথে দারুণ জ্বালানি দক্ষতা প্রদান করে।

নতুন বাইক লঞ্চ করেছে Hero, মাত্র 75 হাজারেই মিলবে 70 কিমি মাইলেজের এই বাইক

Hero Passion XTEC বাইকে একটি ডিজিটাল মিটারের সাথে আসে সেখানে গতি, ওডোমিটার রিডিং, ট্রিপ মিটার রিডিং এবং ফুয়েল গেজের মতো বিভিন্ন তথ্য প্রদর্শন করে। বাইকে রয়েছে একগুচ্ছ সুবিধা যা গ্রাহকদের জন্য দারুণ উপযোগি করে তোলে।

নতুন বাইক লঞ্চ করেছে Hero, মাত্র 75 হাজারেই মিলবে 70 কিমি মাইলেজের এই বাইক

বাইকটি খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। বাজারের অন্যান্য বাইকের তুলনায় passion xtec একটি যোগ্য এবং ভালো বিকল্প গড়ে তুলেছে Hero। অন্যান্য বাইকের তুলনায় ভালো মাইলেজ, শক্তিশালী ইঞ্জিন সহ
গতিও দারুণ। উল্লেখ্য বাইকে 70 কিমি মাইলেজ পাওয়া যায়।

About Author