TRENDS
Advertisement

নজরকাড়া লুকসের সাথে আছে ডিজিটাল ডিসপ্লে, মারুতিকে জোরদার টক্কর দিচ্ছে এই ৭ সিটের গাড়ি

আমরা ভারতীয়রা যখন কোথাও ইনভেস্ট করি তখন সেই জিনিসের পুর্ণ ব্যবহার করি। আর সেই কারণেই গাড়ি কেনার সময়ও বেশিরভাগ মানুষই চায় যে, সেই গাড়িতে যেন পরিবার নিয়ে ঘুরতে যাওয়া যায়।…

Published By: Ritwik | Published On:

আমরা ভারতীয়রা যখন কোথাও ইনভেস্ট করি তখন সেই জিনিসের পুর্ণ ব্যবহার করি। আর সেই কারণেই গাড়ি কেনার সময়ও বেশিরভাগ মানুষই চায় যে, সেই গাড়িতে যেন পরিবার নিয়ে ঘুরতে যাওয়া যায়। আয তাই তো ভারতীয় বাজারে ৭ সিটের গাড়ির চল সবচেয়ে বেশি। গত জুন মাসের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি হল মারুতি ওয়াগনআর।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

পাশাপাশি সবচেয়ে বেশি বিক্রিত SUV হল Hyundai Creta এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া MPV হল Maruti Ertiga। তবে এবার অন্য এক MPV মারুতির রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা যে গাড়িটির কথা বলছি সেটি হল কারেন্স। বিক্রির দিক থেকে এটি Ertiga থেকে সামান্য পিছিয়ে আছে।

Maruti Ertiga বিক্রি কমেছে : জুন মাসে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ির তালিকায় 15 তম স্থানে রয়েছে Maruti Ertiga। গত মাসে মোট 8,422 ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ি। এদিকে একবছর আগে অর্থাৎ ২০২২ সালের জুন মাসে Ertiga-র 10,423 ইউনিট বিক্রি হয়েছিল। সুতরাং প্রায় 19 শতাংশ বিক্রি কমেছে।

Kia Carens-র বিক্রি বেড়েছে : এদিকে যদি কিয়া কারেন্সের কথা বলি, তাহলে এই গাড়িটি 18তম অবস্থানে রয়েছে। গত মাসে, এটি মোট 8,047 ইউনিট বিক্রি করেছে যেখানে এক বছর আগে একই মাসে অর্থাৎ 2022 সালের জুনে, 7,895 ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ প্রায় 2 শতাংশ বিক্রি বেড়েছে। উল্লেখ্য, গাড়িটির প্রারম্ভিক দাম হল 10.20 লক্ষ টাকা।

নজরকাড়া লুকসের সাথে আছে ডিজিটাল ডিসপ্লে, মারুতিকে জোরদার টক্কর দিচ্ছে এই ৭ সিটের গাড়ি

অর্থাৎ একথা বলাই বাহুল্য যে, ভারতের MPV-র বাজারে কড়া টক্কর দিচ্ছে কিয়া কারেন্স। গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়ার পরেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে গাড়িটি। একথা বলাই যায় যে, গাড়িটি সরাসরি এর্টিগাকে টার্গেট করছে। যারা একটু বেশি অর্থ দিয়ে ভালো গাড়ি কিনতে চান তারা এর্টিগার চেয়ে কিয়া কারেন্সকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

About Author