TRENDS
Advertisement

7 আসনের সেগমেন্টে অপ্রতিরোধ্য এই গাড়ি, সপরিবারে প্যান্ডেল হপিং এবার আরো সস্তায়

Bolero থেকে Scorpio, কেও নেই সামনে, বিক্রির নতুন রেকর্ড গড়ল মারুতি সুজুকি এরটিগা!

Published By: Ritwik | Published On:

মারুতি সুজুকি Ertiga গাড়িটির নতুন ভার্সন বাজারে এসেছে। মোটামুটি ভালই হাইপ তৈরি হয় গাড়িটিকে নিয়ে। 7 আসনের গাড়িটি রেকর্ড বিক্রি হয় গত কয়েক বছরে। বাজারে অবশ্য Ertiga গাড়িটির প্রধান প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। মাহিন্দ্রার গাড়িটি বেশ শক্তিশালী হলেও নতুন Ertiga facelift ভার্সন বাজারে দারুণ টেক্কা দেবে Bolero কে। 7 আসনের সেগমেন্টে অপ্রতিরোধ্য এই গাড়ি, সপরিবারে প্যান্ডেল হপিং এবার আরো সস্তায়

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

2023 সালের সেপ্টেম্বরে মোট 13,528 ইউনিট Ertiga বিক্রি হয়েছে। উল্লেখ্য যে, আগের বছরের এই সময়ে মোট 9,299 ইউনিটের ertiga বিক্রি হয়েছে। গত 5 মাসে Maruti Ertiga-এর বিক্রির পরিসংখ্যান দেখলে জানা যায় যে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট 64,667 ইউনিট গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি। অর্থাৎ প্রতি মাসে 10,000+ গাড়ি বিক্রি হয়েছে।

প্রতি মাসের বিক্রির পরিসংখ্যান দেখে নিন:-

এপ্রিল – 5,532
মে – 10,528
জুন – 8,422
জুলাই – 14,352
আগস্ট – 12,315
সেপ্টেম্বর – 13,528

গাড়িটির ফিচারসও কম নয়। নিচে সমস্ত ফিচার দেখে নিন

Maruti Suzuki Ertiga তে 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকছে যেখানে স্মার্টপ্লে প্রো প্রযুক্তি দেখতে পাবেন। ভয়েস কমান্ড এবং কার কানেক্ট প্রযুক্তির সাথে গাড়ির সুরক্ষার জন্য কার ট্র্যাকিং, টো অ্যালার্ট এবং ট্র্যাকিং, জিও-ফেন্সিং, ওভার স্পিডিং অ্যালার্ট এবং রিমোট ফাংশনের মতো বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে।

7 আসনের সেগমেন্টে অপ্রতিরোধ্য এই গাড়ি, সপরিবারে প্যান্ডেল হপিং এবার আরো সস্তায়

Maruti Suzuki Ertiga MPV তে BS6 সিরিজের 1462 সিসি 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিনও রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 103 PS শক্তি এবং 137 Nm টর্ক সরবরাহ করতে সক্ষম। বাজারে Petrol এবং CNG, দুই ভার্সনই নিয়ে আসছে মারুতি। উল্লেখ্য শুধু 7 সিটার ভার্সনেই অটোম্যাটিক ট্রান্সমিশন থাকছে। অন্যান্য ক্ষেত্রে ম্যানুয়াল ট্রান্সমিশন মিলবে।

About Author